আজকাল ওয়েবডেস্ক :  বিগত কয়েকমাসের মধ্যে বেশ কয়েকটি রেল দুর্ঘটনার ফলে বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে ভারতীয় রেল। বিরোধিদের প্রবল চাপের মুখে বারবার নানা সমালোচনা শুনতে হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। তবে এবার বোধহয় পাল্টা দেওয়ার পালা।

বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে রেলমন্ত্রী বিরোধী শিবিরকে জবাব দিলেন। তিনি বলেন, আমরা রিল বানানোর লোক নই। আমরা মেহনত করার লোক। যারা এখন রেলের দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলছেন তারা আগে উত্তর দিক ৫৮ বছর ধরে কেন রেলওয়েকে উন্নত করার কাজ করেননি। এমনকি এক কিলোমিটারও তারা উন্নতি করেনি। তাহলে আজ কেন বারবার রেল নিয়ে এত প্রশ্ন উঠছে। যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন তখন ০.২৪ শতাংশ থেকে রেল দুর্ঘটনা ০.১৯ শতাংশে নেমেছিল। বর্তমানে এই দুর্ঘটনার হার নেমেছে ০.৩ শতাংশে। এই নিয়ে বিরোধী শিবির এবার কিছু বলুন। সরকারে থাকাকালীন বিজেপি সরকারকে বারে বারে কাঠগড়ায় তুলেছে বিরোধী শিবির। কিন্তু আসল সত্যিটা তারা এড়িয়ে যাচ্ছে।

কংগ্রেসকে কটাক্ষ করে রেলমন্ত্রী বলেন, যারা সর্বদা মিথ্যা কথার জন্য বিখ্যাত তাদের কাছ থেকে অন্যকিছু আশা করা যায়না। কখনও তারা সেনাদের হয়ে লড়াই করছেন, আবার কখনও রেলওয়ে নিয়ে লড়াই করছেন। তবে এই ধরণের রাজনীতি এখন আর চলে না। সামাজিক মাধ্যমেও কংগ্রেস ভুল তথ্য পরিবেশন করছে। রেলযাত্রীদের মনে ভয় দেখানোর জন্য কংগ্রেসের এই চক্রান্ত কাজ করবে না।