সংবাদসংস্থা, মুম্বই: মায়ানগরীর আনাচে কানাচে খবর অফুরান। সব জানতে চোখ রাখুন বিনোদন এক নজরে।
কাজলের "ডিপফেক":
রশ্মিকা মন্দানার পরে এবার কাজল। বিকৃত ভিডিও নিয়ে তোলপাড় নেটপাড়া। ক্যামেরার সামনেই পোশাক বদলাচ্ছেন এক রমণী। যাঁর মুখ অবিকল কাজলের মতই। সেই ভিডিও ভাইরাল হতেই তোলপাড়। অবশেষে রহস্য ফাঁস। কাজলও, নতুন ট্রেন্ড "ডিপফেক" ভিডিওর শিকার। যেটি বানিয়েছেন ফ্যাশন ইনফ্লুয়েন্সের রোজি ব্রিন।
মহেশবাবুর কীর্তি:
দক্ষিণী অভিনেতা মহেশ বাবু তাঁর প্রয়াত বাবা কৃষ্ণের স্মরণে ৪০ জন ছাত্রের পড়াশোনার দায়িত্ব নিলেন । সুপারস্টার কৃষ্ণ এডুকেশনাল ফান্ডের পক্ষ থেকে সম্প্রতি এই কথা ঘোষণা করেছেন অভিনেতা। যোগ্য ছাত্রদের অ্যাকাডেমিকভাবে সফল করে তোলাই এই ফাউন্ডেশনের উদ্দেশ্য।
রেফারি হৃত্বিক:
বাবা ছেলের রেষারেষিতে রেফারি সাজলেন হৃত্বিক রোশন। সম্প্রতি, অভিনেতা জায়েদ খান ও তাঁর পুত্র জিদান খোশ মেজাজে অংশ নেন এক সাঁতার প্রতিযোগিতায়। অবসর যাপনের ফাঁকে বাবা-ছেলের লড়াইয়ে রেফারি সাজেন হৃত্বিক। "এক মিলিমিটারের ব্যবধানে জিতে গিয়েছেন বাবা"- প্রতিযোগিতা শেষে এই বলেই ফল ঘোষণা করেন "ওয়ার" অভিনেতা। ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন জায়েদ।
কাজলের "ডিপফেক":
রশ্মিকা মন্দানার পরে এবার কাজল। বিকৃত ভিডিও নিয়ে তোলপাড় নেটপাড়া। ক্যামেরার সামনেই পোশাক বদলাচ্ছেন এক রমণী। যাঁর মুখ অবিকল কাজলের মতই। সেই ভিডিও ভাইরাল হতেই তোলপাড়। অবশেষে রহস্য ফাঁস। কাজলও, নতুন ট্রেন্ড "ডিপফেক" ভিডিওর শিকার। যেটি বানিয়েছেন ফ্যাশন ইনফ্লুয়েন্সের রোজি ব্রিন।
মহেশবাবুর কীর্তি:
দক্ষিণী অভিনেতা মহেশ বাবু তাঁর প্রয়াত বাবা কৃষ্ণের স্মরণে ৪০ জন ছাত্রের পড়াশোনার দায়িত্ব নিলেন । সুপারস্টার কৃষ্ণ এডুকেশনাল ফান্ডের পক্ষ থেকে সম্প্রতি এই কথা ঘোষণা করেছেন অভিনেতা। যোগ্য ছাত্রদের অ্যাকাডেমিকভাবে সফল করে তোলাই এই ফাউন্ডেশনের উদ্দেশ্য।
রেফারি হৃত্বিক:
বাবা ছেলের রেষারেষিতে রেফারি সাজলেন হৃত্বিক রোশন। সম্প্রতি, অভিনেতা জায়েদ খান ও তাঁর পুত্র জিদান খোশ মেজাজে অংশ নেন এক সাঁতার প্রতিযোগিতায়। অবসর যাপনের ফাঁকে বাবা-ছেলের লড়াইয়ে রেফারি সাজেন হৃত্বিক। "এক মিলিমিটারের ব্যবধানে জিতে গিয়েছেন বাবা"- প্রতিযোগিতা শেষে এই বলেই ফল ঘোষণা করেন "ওয়ার" অভিনেতা। ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন জায়েদ।
