সামির বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন হাসিন। তুলেছিলেন মারাত্মক সব অভিযোগ। কিন্তু আদালতে কোনওটাই প্রমাণ করতে পারেননি। বিবাহবিচ্ছেদের মামলাও রয়েছে ঝুলে। এখনও সোশ্যাল মিডিয়ায় সামির বিরুদ্ধে বিষোদগার করেন তিনি। তার জন্য ট্রোলডও হন। সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি দিয়েছিলেন হাসিন। সেই ছবিগুলিতে একাধিক কমেন্টও এসেছে। এক নেটিজেন বলেছেন, ‘আপনি খুব সুন্দর। কিন্তু আপনার সঙ্গে প্রেম করার কোনও ইচ্ছে নেই।’ প্রসঙ্গত, নেটিজেনদের অনেকেই মনে করেন, মহম্মদ সামির স্ত্রী হবার কোনও যোগ্যতাই ছিল না হাসিন জাহানের।
প্রসঙ্গত, হাসিনের এটি ছিল দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সামিকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে হাসিনের সঙ্গে আলাপ হয়েছিল সামির। হাসিন তখন কলকাতার চিয়ারলিডার ছিলেন। ২০১৪ সালের ৬ জুন দু’জনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি মেয়েও রয়েছে। কিন্তু কয়েক বছরের মধ্যেই শুরু হয় সমস্যা। হাসিন মারাত্মক সব অভিযোগ আনেন সামির বিরুদ্ধে। কিন্তু কোনওটাই প্রমাণিত হয়নি। আর এখন নিয়মিত ট্রোলড হচ্ছেন তিনি।
