আজকাল ওয়েবডেস্ক:  সংসদের নতুন ভবন নিয়ে বহু চর্চা হয়েছিল আগেই। পুরাতন সংসদ ভবন থেকে ঢাকঢোল পিটিয়ে নতুন সংসদ ভবনে সকলকে নিয়ে আসা হয়েছিল। উদ্বোধন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সংসদ ভবনে গিয়ে পুরাতন সংসদ ভবনকে হেলাফলা করেছিল মোদি সরকার। নতুনভাবে সবকিছু করার যেন নেশা চেপে গিয়েছিল মোদি সরকারের মাথায়।

তবে এবার বিপত্তি। বর্ষায় গরিব মানুষের ঘরের চাল থেকে জল পড়ে সেটাই স্বাভাবিক। কিন্তু নতুন সংসদ ভবনের লবিতে জল চুঁইয়ে পড়ছে এই দৃশ্য দেখা মোটেই সুখকর নয়। কিন্তু এটাই ভারী বর্ষায় নতুন সংসদ ভবনের বাস্তব চিত্র। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ভিডিও শেয়ার করেছে। এরপর দুই দলের পক্ষ থেকেই ফের একবার পুরাতন সংসদ ভবনের গুনগান করা হয়। এত খরচ করে সাধের যে সংসদ ভবন তৈরি করা হল প্রথম বর্ষাতেই এই বেহাল অবস্থা কেন হবে সেখানে ?

কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, পেপার লিক করেছে বাইরে। জল পড়ছে ভিতরে। যেভাবে নতুন বাড়ির বেহাল দশা সামনে এল তাতে সরকারের কার্যকারিতা নিয়ে এবার প্রশ্ন তোলা উচিত। অন্যদিকে সমাজবাদী পার্টির পক্ষ থেকে বলা হয়েছে এবার সরকারের উচিত নতুন ভবন ছেড়ে পুরাতন ভবনে ফের ফিরে যাওয়া। নতুন সংসদ অনেক বেশি ভাল ছিল। পুরাতন সাংসদদের সঙ্গেও দেখা হত সেখানে। কোটি কোটি টাকা খরচ করে যদি এই রেজাল্ট হয় তবে তা দরকার নেই।