আজকাল ওয়েবডেস্ক:‌ সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল তুরস্কের অ্যাথলিট ইউসুফ ডিকেচ। তাঁকে নিয়ে তৈরি হওয়া মিমগুলো ৬২ হাজার মিলিয়ন ভিউ পেয়েছে। তা কী এমন করলেন তিনি যে এতটা জনপ্রিয় হয়ে গেলেন!‌ 


প্রসঙ্গত, ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতেছেন ৫১ বছরের এই শুটার। তাঁর পিস্তল ফায়ারের ভঙ্গিমা রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে প্যারিস অলিম্পিকে।
চোখে বাড়তি কোনও লেন্স নয়। অত্যাধুনিক চশমাও নয়। বাঁহাত প্যান্টের পকেটে ঢুকানো। আর ডান হাতে তিনি গুলি ছুঁড়ছেন। এক্স হ্যান্ডলে বলা হয়েছে, ‘‌তুরস্কের ৫১ বছরের এক অ্যাথলিট কামাল করে দিল। কোনও স্পেশালাইজড লেন্স তাঁর ছিল না। না ছিল আই কভার বা কানের কোনও নিরাপত্তা। সেই অ্যাথলিট রুপো পেল।’‌ 


অন্য ক্রীড়াবিদদের মতো নয়, একেবারেই নিজস্ব ভঙ্গিমা। একেবারে বিন্দাস মুডে। মিক্সড ইভেন্টে তিন রুপো জিতে নিয়েছেন। তাঁর নিয়ে তৈরি হওয়া মিমগুলো একাধিক সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।
এটা ঘটনা শুটাররা যেভাবে পদকের জন্য লড়াইয়ে নামেন, সেখানে ইউসুফ ডিকেচ ‌কোনও সুরক্ষাই নেননি। এটাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে দিল।