আজকাল ওয়েবডেস্ক: ভূমিধসে বিধ্বস্ত ওয়েনাড়ে মৃত্যুমিছিল। ভারি বৃষ্টি উপেক্ষা করে উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই বাড়ছে মৃতের সংখ্যা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ওয়েনাড়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫৬। এখনও নিখোঁজ ২২০ জন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। আহত ২০০ জনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

বৃহস্পতিবার দুর্যোগে বিপর্যস্ত এলাকা এবং অস্থায়ী ত্রাণ শিবির পরিদর্শন করবেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বুধবারেই ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছিলেন তাঁরা। তবে ভারি বৃষ্টির জেরে সফর পিছিয়ে দেন। আজ বিকেলেও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মন্ত্রীসভার সকল সদস্যদের নিয়ে বৈঠক করবেন।

মৌসম ভবন সূত্রে খবর, আগামী কয়েকদিন কেরলে ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। ওয়েনাড় সংলগ্ন এলাকায় তুমুল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কাও রয়েছে। মঙ্গলবার ভূমিধসে ওয়ানড়ের বিস্তীর্ণ এলাকা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। জলের তোড়ে ভেসে গেছেন বহু গ্রামবাসী। এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, চার্চে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। সেখানেই চলছে চিকিৎসা।