আজকাল ওয়েবডেস্ক: মেঘভাঙা বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত উত্তরাখণ্ড। বুধবার রাতে মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস একাধিক এলাকায়। তেহরি জেলায় ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন দুইজন। আহত একজন। অন্যদিকে কেদারনাথের পথে ধসের জেরে আটকে পড়েছেন কমপক্ষে ২০০ জন পুণ্যার্থী।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কেদারনাথের পথে ভীমবলিতে আটকে আছেন ২০০ জন পুণ্যার্থী। ধসের জেরে ক্ষতিগ্রস্ত ৩০ মিটার রাস্তা। আপাতত ওই রাস্তায় যান চলাচল বন্ধ। ভীমবলিতে এ পর্যন্ত হতাহতের খবর নেই। তবে এই পরিস্থিতিতে বিপদের আশঙ্কায় সতর্ক রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

মেঘভাঙা বৃষ্টিতে মন্দাকিনী নদীতে জলস্তর বেড়ে রাস্তাঘাট ভেসে গিয়েছে। বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে রুদ্রপ্রয়াগেও। একটানা মুষলধারে বৃষ্টির জেরে গৌরীকুন্ড ও সোনপ্রয়াগেও বেড়েছে নদীর জলস্তর। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ।