সুন্দরবনের কাছাকাছি এই এলাকার ভেড়িগুলির সঙ্গে সরাসরি যোগ রয়েছে নদীর।জানা গিয়েছে, ওই এলাকায় গত কয়েকদিন ধরে ভেড়ি থেকে মাছ চুরি হওয়া ছাড়াও পাড়ে বেঁধে রাখা ছাগল হারিয়ে যাচ্ছিল। চোর ধরতে একদিকে যেমন রাত পাহারা শুরু হয়েছিল তেমনি ভেড়ির কিছু অংশ জাল দিয়ে ঘিরে ফেলাও হয়েছিল।
বুধবার নদী থেকে মাছ খেতে ঢুকে সেই জালেই আটকা পড়ে কুমীরটি। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই তাঁদের চোখে পড়ছিল বিদ্যাধরী নদীতে মাঝেমাঝে একটি কুমির ঘুরে বেড়াচ্ছে। তাঁদের অনুমান, এই কুমিরটিই হয়ত ঘুরে বেড়াচ্ছিল।
