আজকাল ওয়েবডেস্ক : প্যাংগং সো লেকের উত্তর এবং দক্ষিণ তীরের মধ্যে একটি ব্রিজ করে ফেলল চিন। এবার থেকে সৈন্য এবং সরঞ্জাম পাঠানোর সময় একধাক্কায় অনেকটা কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চিন যে সেই ব্রিজটা তৈরি করে ফেলেছে, তা মার্কিন সংস্থা ব্ল্যাকস্কাইয়ের স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে।
৯ জুলাই সকাল, দুপুর এবং বিকেল-সন্ধ্যার দিকে ওই সংস্থার তোলা উপগ্রহচিত্রে দেখা গিয়েছে যে ওই ব্রিজের কাজ শেষ হয়ে গিয়েছে। আর সেই ব্রিজ দিয়ে রীতিমতো গাড়ি চলাচল করার বিষয়টিও উপগ্রহচিত্রে ধরা পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিকূল পরিস্থিতিতে ভারতের এয়ার স্ট্রাইক বা কামান হামলার 'টার্গেট' হয়ে উঠবে সেই ব্রিজ। তবে তাঁরা এটাও জানিয়েছেন যে ওই ব্রিজের কারণে সৈন্য বা সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে একাধিক অ্যাডভান্টেজ পাবে চিনা । আগে যে পথটা অতিক্রম করতে ১২ ঘণ্টা লাগত, এখন সেটা চার ঘণ্টায় হয়ে যাবে।
কিন্ত প্রশ্ন উঠছে কীভাবে এই সেতু তৈরি করে ফেলল চিন। ভারতের পক্ষে এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে খবর। তবে এটা ভারতের পক্ষে মোটেই shu বলে মনে করা হচ্ছে না।
৯ জুলাই সকাল, দুপুর এবং বিকেল-সন্ধ্যার দিকে ওই সংস্থার তোলা উপগ্রহচিত্রে দেখা গিয়েছে যে ওই ব্রিজের কাজ শেষ হয়ে গিয়েছে। আর সেই ব্রিজ দিয়ে রীতিমতো গাড়ি চলাচল করার বিষয়টিও উপগ্রহচিত্রে ধরা পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিকূল পরিস্থিতিতে ভারতের এয়ার স্ট্রাইক বা কামান হামলার 'টার্গেট' হয়ে উঠবে সেই ব্রিজ। তবে তাঁরা এটাও জানিয়েছেন যে ওই ব্রিজের কারণে সৈন্য বা সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে একাধিক অ্যাডভান্টেজ পাবে চিনা । আগে যে পথটা অতিক্রম করতে ১২ ঘণ্টা লাগত, এখন সেটা চার ঘণ্টায় হয়ে যাবে।
কিন্ত প্রশ্ন উঠছে কীভাবে এই সেতু তৈরি করে ফেলল চিন। ভারতের পক্ষে এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে খবর। তবে এটা ভারতের পক্ষে মোটেই shu বলে মনে করা হচ্ছে না।
