আজকাল ওয়েবডেস্ক : কেরালায় যে বিপর্যয় হয়েছে তার জন্য আগে থেকে সতর্ক করা হয়েছিল কেরালা সরকারকে। রাজ্য সভায় বুধবার দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেন, যদি কাউকে সতর্ক করার পর সে যদি নিজের কাজ করতে না পারে তাহলে দোষ তার। তবে কেন্দ্র সরকার কোনও ভেদাভেদ না করে ত্রাণের কাজ করছে। এই বিষয়ে কোনও রাজনীতি করা হবে না। ২৩ জুলাই যে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল তা মেনে নিলে আজ এই দিন দেখতে হত না। কিন্তু সেখানকার সরকার কী করল? সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করল। কোনও পদক্ষেপ আগে নিলে আজ এতগুলো মানুষের জীবন বিপন্ন হত না।
ভূমি ধসের ফলে কেরালার ওয়েনাডে প্রবল বিপর্যয় নেমে আসে। ১৩২ জন মানুষ প্রাণ হারায়। আহত হয়েছেন ২০০ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এখনও ধসের নিচে আরও মানুষ চাপা পড়ে রয়েছে। তাঁদের সেখান থেকে বের করার চেষ্টা চলছে।
১৮০ জন এখনও নিখোঁজ রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০ বাড়ি। খোলা হয়েছে ৪৫ টি ক্যাম্প , সেখানে তিন হাজার মানুষ রয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী দিন রাত এক করে কাজ করছেন।
তিনি বলেন, যদি কাউকে সতর্ক করার পর সে যদি নিজের কাজ করতে না পারে তাহলে দোষ তার। তবে কেন্দ্র সরকার কোনও ভেদাভেদ না করে ত্রাণের কাজ করছে। এই বিষয়ে কোনও রাজনীতি করা হবে না। ২৩ জুলাই যে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল তা মেনে নিলে আজ এই দিন দেখতে হত না। কিন্তু সেখানকার সরকার কী করল? সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করল। কোনও পদক্ষেপ আগে নিলে আজ এতগুলো মানুষের জীবন বিপন্ন হত না।
ভূমি ধসের ফলে কেরালার ওয়েনাডে প্রবল বিপর্যয় নেমে আসে। ১৩২ জন মানুষ প্রাণ হারায়। আহত হয়েছেন ২০০ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এখনও ধসের নিচে আরও মানুষ চাপা পড়ে রয়েছে। তাঁদের সেখান থেকে বের করার চেষ্টা চলছে।
১৮০ জন এখনও নিখোঁজ রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০ বাড়ি। খোলা হয়েছে ৪৫ টি ক্যাম্প , সেখানে তিন হাজার মানুষ রয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী দিন রাত এক করে কাজ করছেন।
