আজকাল ওয়েবডেস্ক : লোকসভার সেক্রেটারি জেনারেলকে লিখিত অভিযোগ দায়ের করল কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জাত নিয়ে যে কথা সংসদে তুলেছিলেন তাঁকে সমর্থন করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে বিষয়টি নিয়ে এখন হাল ছাড়ছে না কংগ্রেস। তারা এবার প্রধানমন্ত্রী কেই নিশানা করে লোকসভার সেক্রেটারি জেনারেলকে জানালেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নি এই অভিযোগ দায়ের করছেন। তিনি সেখানে লিখেছেন যেভাবে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্তব্য করেছেন তা সংসদে মেনে নেওয়া যায় না। এই বিষয়ে খোদ প্রধানমন্ত্রী নিন্দা না করে তাঁকে সমর্থন করেছেন।

এমনকি নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী গোটা ভিডিওটি পোস্ট করেছেন। এই ধরণের ঘটনা যথেষ্ট নিন্দাজনক। কংগ্রেসের পক্ষ থেকে গোটা ঘটনার নিন্দা করা হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, বিজেপি সংসদের গরিমা নিয়ে চিন্তিত নয়। তাই বিরোধী শিবিরকে এই ধরণের আক্রমণ করছে। তবে এর শেষ দেখে ছাড়বে হাত শিবির। যদি নিজের দলের একজন সাংসদ ভুল করেন তাহলে সেটা শুধরে দেওয়া তাঁদের নেতার কাজ। কিন্তু তিনি তা না করে নিজেই তার পাশে থেকে তাঁকে সমর্থন করছেন।

বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধী দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁকে নানাভাবে অপমান করছে। তবে এবার চুপ করে বসে থাকবে না। এর জন্য কংগ্রেস যা করার তাই করবে।