মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ৩১ জুলাই ২০২৪ ১৬ : ২৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ আতাউর রহমানকে বেধড়ক মারধর। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, ওই ব্যক্তিকে মারধরের ঘটনাতে যুক্ত থাকার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে নওয়াজ শরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির অফিস থেকে একটি মোটরসাইকেল করে নিজের বাড়ির দিকে ফিরছিলেন আতাউর রহমান। হাউসনগর হাই মাদ্রাসার কাছে কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায় এবং বেধড়ক মারধর করে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আতাউর রহমানকে অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ডাক্তাররা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন।
সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শহিদুল ইসলাম অভিযোগ করেন, 'সম্প্রতি ধুলিয়ান ডাকবাংলা মোড় এলাকায় কিছু দুষ্কৃতী টোটো চালকদের কাছ থেকে তোলাবাজি শুরু করছে। এই ঘটনার প্রতিবাদে দিন কয়েক আগে আমরা ওই এলাকায় একটি পথসভা করেছিলাম। সেই পথসভাতে আতাউর রহমান তোলাবাজদের বিরুদ্ধে এবং ৪ নম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লবের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। সেই আক্রোশ থেকেই আনারুলের দলবল তাঁর উপর হামলা চালিয়েছে।'
হাসপাতাল শয্যা থেকে আহত আতাউর বলেন, 'টোটো চালকদের কাছ থেকে তোলাবাজির প্রতিবাদ করার জন্যই আমার উপর এই হামলা হয়েছে। আনারুল হকের কয়েকজন ছায়াসঙ্গী আমাকে লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে। ঘটনাটি দেখতে পেয়ে কয়েকজন টোটো চালক এগিয়ে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালায়।'
যদিও এই ঘটনার সাথে রাজনীতি বা তোলাবাজির কোনও যোগ নেই বলে দাবি করেছেন জেলা পরিষদ সদস্য আনারুল হক। তিনি বলেন, 'আহত ওই তৃণমূল নেতার এলাকাতে অনলাইন জুয়ার সব থেকে বড় কারবারি। টাকা পয়সা না দেওয়াকে কেন্দ্র করে নওয়াজ শরিফ এবং রাহুল নামে দু'জন যুবকের সাথে কয়েকদিন আগে তাঁর গন্ডগোল হয়েছিল। তার জেরে এই হামলা হয়েছে বলে আমি জানতে পেরেছি।'
#West Bengal #Murshidabad#TMC #TMC leader injured
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...
নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে
শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...
প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...
সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন
জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘প্রতিবাদী’...
শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...
নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...
৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...
বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...
ধূপগুড়িতে দেশী বাজনার প্রতিযোগিতা, তুলে ধরা হল রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি...
রবিবারেও ভাসছে বাংলা, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে...
মাকে বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর ছেলের মৃত্যু ...
বিজেপির বড়সড় ভাঙন মথুরাপুরে! শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে...
উর্বরতার উৎসবে সাতদিনের ব্রত, ডায়না-জলঢাকায় বিসর্জন করম পূজার...