বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: তোলাবাজির প্রতিবাদ করাই কাল, বাড়ি ফেরার পথে তৃণমূল নেতার উপর হামলা, লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ

Pallabi Ghosh | ৩১ জুলাই ২০২৪ ১৬ : ২৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ আতাউর রহমানকে বেধড়ক মারধর। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, ওই ব্যক্তিকে মারধরের ঘটনাতে যুক্ত থাকার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে নওয়াজ শরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির অফিস থেকে একটি মোটরসাইকেল করে নিজের বাড়ির দিকে ফিরছিলেন আতাউর রহমান। হাউসনগর হাই মাদ্রাসার কাছে কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায় এবং বেধড়ক মারধর করে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আতাউর রহমানকে অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ডাক্তাররা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন।

সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শহিদুল ইসলাম অভিযোগ করেন, 'সম্প্রতি ধুলিয়ান ডাকবাংলা মোড় এলাকায় কিছু দুষ্কৃতী টোটো চালকদের কাছ থেকে তোলাবাজি শুরু করছে। এই ঘটনার প্রতিবাদে দিন কয়েক আগে আমরা ওই এলাকায় একটি পথসভা করেছিলাম। সেই পথসভাতে আতাউর রহমান তোলাবাজদের বিরুদ্ধে এবং ৪ নম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লবের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। সেই আক্রোশ থেকেই আনারুলের দলবল তাঁর উপর হামলা চালিয়েছে।'

হাসপাতাল শয্যা থেকে আহত আতাউর বলেন, 'টোটো চালকদের কাছ থেকে তোলাবাজির প্রতিবাদ করার জন্যই আমার উপর এই হামলা হয়েছে। আনারুল হকের কয়েকজন ছায়াসঙ্গী আমাকে লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে। ঘটনাটি দেখতে পেয়ে কয়েকজন টোটো চালক এগিয়ে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালায়।'

যদিও এই ঘটনার সাথে রাজনীতি বা তোলাবাজির কোনও যোগ নেই বলে দাবি করেছেন জেলা পরিষদ সদস্য আনারুল হক। তিনি বলেন, 'আহত ওই তৃণমূল নেতার এলাকাতে অনলাইন জুয়ার সব থেকে বড় কারবারি। টাকা পয়সা না দেওয়াকে কেন্দ্র করে নওয়াজ শরিফ এবং রাহুল নামে দু'জন যুবকের সাথে কয়েকদিন আগে তাঁর গন্ডগোল হয়েছিল। তার জেরে এই হামলা হয়েছে বলে আমি জানতে পেরেছি।'


#West Bengal #Murshidabad#TMC #TMC leader injured



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

চুনোপুটি থেকে রাঘব বোয়াল, সব রকমের মাছ নিয়ে জমজমাট মাছের মেলা ...

মেয়েদের সামনেই স্ত্রীকে খুন, মাটিতে পুঁতে রাখা হল দেহ, পূর্ব বর্ধমানে হাড় হিম করা ঘটনা...

আবারও লাইনচ্যুত মালগাড়ি, কয়েক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তি যাত্রীদের ...

আলুরদমের মেলা সঙ্গে কাঁকড়া, এই স্বাদের ভাগ হবে না...

কোথায় ঠান্ডা! মাঘেও নেই কনকনে শীতের আমেজ, পারদ পতন কবে থেকে? ...

ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...

জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...

পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...

পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...

'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...

শেষ যাত্রা নাকি উৎসব! বাজনা বাজিয়ে দাদুর মরদেহ শ্মশানে নিয়ে গেলেন নাতিরা, কেন?...

চারদিন বালি সেতুতে চলবে না ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের...

অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ! কীসের ইঙ্গিত? ...

রবিতেই ভরসা মুখ্যমন্ত্রীর, ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রবীন্দ্রনাথ ঘোষ...

পরপর পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ!  সিকিমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে, কোটি টাকার ক্ষয়ক্ষতি ...



সোশ্যাল মিডিয়া



07 24