আজকাল ওয়েবডেস্ক: তীর্থস্থানে হারিয়ে গিয়েছিল 'মহারাজ'। তন্নতন্ন করে খুঁজেও পোষ্য সারমেয়র দেখা আর পাননি কেউ। মনখারাপ নিয়েই বাড়ি ফিরেছিলেন সকলে। এর ঘণ্টা খানেক পরেই মিলল তার দেখা। ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করে একাই গ্রামে পৌঁছয় 'মহারাজ'। তার দেখা পাওয়া মাত্রই উদযাপনে মাতলেন গ্রামবাসীরা।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলার নিপানি তালুকে। জুনের শেষ সপ্তাহে দক্ষিণ মহারাষ্ট্রে কমলেশ নামের এক ব্যক্তির সঙ্গে তীর্থক্ষেত্রে গিয়েছিল সারমেয়টি। কিন্তু সেখানে যাওয়ার পরেই সে হারিয়ে যায়। স্থানীয়রা বলেছিলেন, অন্য একটি দলের ভিড়ে সারমেয়টিকে দেখতে পাওয়া গিয়েছিল। সম্ভবত তাঁদের সঙ্গেই অন্যত্র চলে গিয়েছিল সে। কিন্তু তারপরেও সারমেয়র খোঁজ করেছিলেন কমলেশ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর হাল ছেড়ে বাড়ি ফিরে আসেন। পরেরদিন বাড়ির সামনে 'মহারাজ'কে দেখতে পান।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে কমলেশ জানিয়েছেন, পোষ্য সারমেয়টি ভজন শুনতে ভালবাসে। এর আগে মহাবালেশ্বর গিয়েছিল সে। এই প্রথম তীর্থস্থানে গিয়ে সে হারিয়ে যায়। কিন্তু তারপরেও দক্ষিণ মহারাষ্ট্র থেকে উত্তর কর্ণাটকের গ্রামে ২৫০ কিমি পথ অতিক্রম করে বাড়ি ফিরে এসেছে। 'মহারাজ' ফিরে আসায় উদযাপনে মেতেছেন আবেগপ্রবণ গ্রামবাসীরা। খাওয়াদাওয়া করে, গানবাজনায় মেতে সকলে।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলার নিপানি তালুকে। জুনের শেষ সপ্তাহে দক্ষিণ মহারাষ্ট্রে কমলেশ নামের এক ব্যক্তির সঙ্গে তীর্থক্ষেত্রে গিয়েছিল সারমেয়টি। কিন্তু সেখানে যাওয়ার পরেই সে হারিয়ে যায়। স্থানীয়রা বলেছিলেন, অন্য একটি দলের ভিড়ে সারমেয়টিকে দেখতে পাওয়া গিয়েছিল। সম্ভবত তাঁদের সঙ্গেই অন্যত্র চলে গিয়েছিল সে। কিন্তু তারপরেও সারমেয়র খোঁজ করেছিলেন কমলেশ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর হাল ছেড়ে বাড়ি ফিরে আসেন। পরেরদিন বাড়ির সামনে 'মহারাজ'কে দেখতে পান।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে কমলেশ জানিয়েছেন, পোষ্য সারমেয়টি ভজন শুনতে ভালবাসে। এর আগে মহাবালেশ্বর গিয়েছিল সে। এই প্রথম তীর্থস্থানে গিয়ে সে হারিয়ে যায়। কিন্তু তারপরেও দক্ষিণ মহারাষ্ট্র থেকে উত্তর কর্ণাটকের গ্রামে ২৫০ কিমি পথ অতিক্রম করে বাড়ি ফিরে এসেছে। 'মহারাজ' ফিরে আসায় উদযাপনে মেতেছেন আবেগপ্রবণ গ্রামবাসীরা। খাওয়াদাওয়া করে, গানবাজনায় মেতে সকলে।
