বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Humayun Kabir: 'মেরে পা ভেঙে দেব', দুই বিধায়ককে হুমকি দিয়ে ফের বিতর্কে হুমায়ুন কবীর

Pallabi Ghosh | ৩০ জুলাই ২০২৪ ২২ : ১৫Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ফের একবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মুর্শিদাবাদ-মালদহ এবং বিহার-ঝাড়খণ্ডের কয়েকটি জেলাকে নিয়ে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল তৈরির দাবির পক্ষে সওয়াল করার জন্য মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র (কাঞ্চন)কে মেরে পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীর আজ বলেন, 'মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা এবং ইতিহাস জেনেই বিজেপির বিধায়করা ২০২১ সালে মুর্শিদাবাদ জেলাতে ভোটে লড়াই করেছিলেন। এখন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মন্তব্য শোনার পর দুই বিজেপি বিধায়ক মুর্শিদাবাদ মালদহকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলছেন। কিন্তু দুই বিজেপি বিধায়ক ভুলে গেছেন মুর্শিদাবাদ জেলাতে ওরা মাত্র কুড়ি শতাংশ ভোট পেয়েছেন। বাকি আশি শতাংশ ভোট বিরোধী দল পেয়েছে। বিজেপির দুই বিধায়ক মুর্শিদাবাদ জেলার মানুষকে অপমান করছেন। মুর্শিদাবাদ জেলার মানুষ পূর্ব পাকিস্তানের অংশ হতে চাইনি বলেই এই জেলাতে ১৯৪৭ সালের ১৮ই আগস্ট স্বাধীন ভারতের পতাকা উড়েছিল। এই জেলার মানুষ চিরকাল সম্প্রীতিতে বসবাস করেন।'

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ঠিক আগে 'এই জেলাতে আমরা ৭০ শতাংশ, ওরা ৩০ শতাংশ। ভাগীরথীর জলে ভাসিয়ে দেব', এমনই এক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন।

আজ হুমকির সুরে তৃণমূলের ভরতপুরের বিধায়ক বলেন, 'বিজেপির দুই বিধায়কের জন্য আমি একাই যথেষ্ট। বিজেপির দুই বিধায়ক কেন্দ্রশাসিত অঞ্চলের স্বপক্ষে মুর্শিদাবাদ জেলাতে পাঁচ হাজার মানুষকে নিয়ে মিছিল করলে আমি বহরমপুর স্কোয়ার ফিল্ডে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির অনুমোদন নিয়ে ২ লক্ষ মানুষকে নিয়ে মিছিল করব। মাত্র কুড়ি শতাংশ ভোটব্যাঙ্ক নিয়ে হুমকি দিলে মেরে দুই বিধায়কের পা ভেঙে দেব। তাঁরা যদি বেশি বাড়াবাড়ি এবং সংযত আচরণ না করেন, তাহলে ইঁদুরকে তাড়া করে যেমন গর্তে ঢোকায় সেভাবে গর্তে ঢুকিয়ে দেব। না পারলে আমার নাম হুমায়ুন কবীর নয়।'

হুমায়ুন কবীরের এই মন্তব্যের পর বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, 'এখানে জিহাদিদের শাসন চলছে। তবে ওনার মত অসভ্য কথা বলতে পারব না। ওনার দল এই ধরনের মন্তব্য সমর্থন করে বলেই উনি বারবার একই ধরনের কথা বলার সাহস পান।'

বহরমপুর বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র বলেন, 'উনি অসীম ক্ষমতার বলে বলিয়ান। আমাদেরকে উনি প্রাণেও মেরে ফেলতে পারেন। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি আপনার দলেরই এক বিধায়ক অন্য দলের নির্বাচিত বিধায়ককে হুমকি দিচ্ছেন আপনি কি ব্যবস্থা নেবেন? হুমায়ুন কবীরের এই হুমকিতে আমরা বিচলিত নই। আমি একাই চলি। কোনও নিরাপত্তা নিই না। মুর্শিদাবাদ এবং মালদহ জেলাতে অবৈধ অনুপ্রবেশের ফলে জনবিন্যাসের যে পরিবর্তন ঘটছে আমার এই বক্তব্য থেকে এক চুলও সরছি না।'




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সনতের স্মার্ট বাগানে কীটনাশক ছাড়াই হচ্ছে ফলন, কেমন খেতে সেই সব সব্জি?...

সোমবার সন্দেশখালি যাচ্ছেন মমতা, সরকারি কর্মসূচি ছাড়াও উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের...

ছোট সরাল থেকে খুন্তে হাঁস, পরিযায়ী থেকে স্থানীয়, দূর থেকে শোনা যাচ্ছে রসিক বিলে পাখিদের তরজা ...

দুপাশে খাড়া পাহাড়, মাঝখানে গা ছমছমে সরু পথ, উত্তরবঙ্গের এই গিরিখাত নিয়ে আগ্রহ বাড়ছে পর্যটকদের ...

খেলতে খেলতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, পাঁচিল ভেঙে মৃত শিশু...

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...

বড়দিনের ‘‌উপহার’‌ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...

মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...

আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...

বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...

চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...



সোশ্যাল মিডিয়া



07 24