আজকাল ওয়েবডেস্ক : বিরোধী শিবিরকে সরাসরি আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, দেশবাসীকে বিভ্রান্ত করছেন বিরোধী শিবির। বিজেপির সঙ্গে জেডিইউ এবং টিডিপির জোট রয়েছে ঠিকই। কিন্তু এর মানে এটা নয় যে এই রাজ্যের কথা বেশি ভাবা হয়েছে।

এদিন তিনি বলেন, একটি রাজ্যের নাম বলা হয় না এর অর্থ এটা নয় যে সেই রাজ্যের জন্য বাজেটে কোনও বরাদ্দ হয়নি। একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, বাম শাসিত কেরালার জন্য বাজেটে ৮১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা থেকেই বোঝা যাচ্ছে বাজেটে কেন্দ্র সরকার কোনও ভেদাভেদ করে না।

ইউপিএ আমলের একটি উদাহরণ তুলে ধরে নির্মলা বলেন, ২০০৯-১০ সালের বাজেটে ২৬ টি রাজ্যের নাম পর্যন্ত নেওয়া হয়নি। তাহলে সেই সময় কেন কোনও বলেনি আজকের বিরোধী শিবির। ২০০৪-০৫ বাজেট ভাষণে ১৭ টি রাজ্যের নাম বলা হয়নি। তাহলে এইসব রাজ্যে কী বরাদ্দ হয়নি, প্রশ্ন তোলেন নির্মলা।

প্রসঙ্গত, ২৩ জুলাই বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেখানে তিনি অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। এছাড়া ২৬ হাজার কোটি টাকা বিহারের জন্য বরাদ্দ করেছেন। এরপরই বিরোধী শিবিরের কটাক্ষের শিকার হয় বিজেপি সরকার। তাঁরা দাবি করেন এই দুটি রাজ্যকে অতিরিক্ত সুবিধা দিয়েছে কেন্দ্র সরকার।