সংবাদ সংস্থা মুম্বই: কিছুদিন আগেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল অভিনেত্রী উর্বশী রাউতেলার স্নানঘরের পোশাক পরিবর্তনের ভিডিও। কীভাবে এত ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ্যে এল তা নিয়ে বিস্তর চর্চাও উঠেছিল নেটপাড়ায়। এতদিন এই বিষয়ে চুপ থাকলেও এবার মুখ খুললেন উর্বশী স্বয়ং। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী জানান, ওই স্নানঘরের ভিডিওটি তাঁর ব্যক্তিগত জীবনের নয়। সেটি আদতে তাঁর আসন্ন ছবি ' ঘুসপেঠিয়া'। তবে কীভাবে সেই ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ল তা জানেন না তিনি। জোর গলায় জানালেন, এই নিয়ে বিন্দুমাত্র কোনও ধারণা না থাকলেও গোটা বিষয়টিতে যারপরনাই বিরক্ত তিনি। 

উর্বশীকে প্রশ্ন করা হয়, ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে তিনি কী করতেন? উত্তরে তিনি বলেন, "না আমি চাই না, কোনও মহিলা এমন পরিস্থিতির সম্মুখীন হোন।"

তবে উর্বশীর সেই ভিডিও ভাইরাল হবার ঠিক পরপরই তাঁর ম্যানেজারের সঙ্গে এই বিষয়ে তাঁর একটি ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ওই অডিওতে অভিনেত্রী কে তাঁর ম্যানেজারের উদ্দেশ্যে খানিক রাগত স্বরেই বলতে শোনা যায় যে কীভাবে এই ভিডিও ছড়িয়ে পড়ল? জবাবে অভিনেত্রীর ম্যানেজার জানান, তিনি আপ্রাণ চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব সমাজমাধ্যম থেকে সেই ভিডিও যাতে নামিয়ে দেওয়া হয়।