সংবাদ সংস্থা মুম্বই: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো 'খতরো কে খিলাড়ি'। চলতি বছর শোয়ের শুটিং চলছে রোমানিয়াতে। সদ্য সম্প্রচারণ শুরু হয়েছে 'খতরো খে খিলাড়ি ১৪’র। আর এর মধ্যেই জোর চর্চা শুরু হয়েছে এই শো ঘিরে যার অন্যতম কারণ এই রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী আসিম রিয়াজ। 

'খতরো কে খিলাড়ি' নামের মধ্যেই লুকিয়ে এই শোয়ের অর্থ। ঝুঁকি নিয়ে খেলা করেন শোয়ের প্রতিযোগীরা। এরকমই একটি 'খেলা'য় শোয়ের অন্যতম দুই প্রতিযোগী আশিষ এবং নিয়তির সঙ্গে অংশগ্রহণ করেছিলেন আসিম। কিন্তু সেই ঝুঁকিপূর্ণ স্টান্ট শেষপর্যন্ত করতে পারেননি আসিম। এরপরেই শুরু হয় ঝামেলা।

আসিম দাবি করেন শুধু তাঁর পক্ষে নয়, কারও পক্ষেই ওই স্টান্ট করা সম্ভব নয়। শোয়ের সঞ্চালক রোহিত শেঠির সঙ্গে শুরু হয় তর্ক। এরপর একটি ভিডিওতে আসিমকে দেখানো হয়, প্রতিটি স্টান্ট প্রতিযোগীরা পারফর্ম করার আগে তা হাতেকলমে পরীক্ষা করে দেখেন শোয়ের স্টান্ট দলের সদস্যরা। তবু তর্ক চালিয়ে যেতে থাকেন আসিম।  এরপরেই গর্জে ওঠেন রোহিত, " তুই অনেকক্ষণ ধরে ফালতু কথা বলছিস। আগেও বলেছিস। এখানে এসব অসভ্যতামো বরদাস্ত করা হবে না। এবার যদি চুপ না করিস আছাড় মেরে ফেলে দেব!"

শোনামাত্রই মেজাজ হারিয়ে রোহিতের দিকে হাঁটতে শুরু করেন আসিম। তাঁর হাবেভাবেই ফুটে ওঠে প্রচ্ছন্ন চ্যালেঞ্জ। রিয়্যালিটি শোয়ের সদস্য এবং অন্যান্য প্রতিযোগীরা এসে আসিমকে জাপটে ধরে আটকানো মাত্রই তারস্বরে চিৎকার শুরু করেন আসিম‌। বলতে থাকেন, "আমি টাকা উপার্জনের জন্য এই শোতে যোগ দিইনি। আমার এমনিতেই অগাধ টাকা। তোমাদের ধারণা নেই কত টাকা আছে আমার! গত ছয় মাসে চারখানা নতুন গাড়ি কিনেছি"! 

তাহলে কেন এই শোতে এসেছেন তিনি? সেকথার জবাবও পাওয়া গিয়েছে আসিমের কথায়, "আমি শুধু আমার ভক্তদের জন্য এই শোয়ে এসেছি। নইলে এই শোয়ে যে হেরোগুলো( বাকি প্রতিযোগীদের উদ্দেশ্যে) এসেছে তাঁদের সঙ্গে কে প্রতিদ্বন্দ্বী করবে? এই শো আমার জন্য দর্শক দেখছে। নইলে এই হেরোগুলোর মতো প্রতি বছরই প্রতিযোগীরা আসে। কে মনে রেখেছে তাঁদের?" এরপর জুতো হাতে নিয়ে 'খতরো কে খিলাড়ি'র অন্য এক প্রতিযোগী অভিষেক কুমারকে মারতেও উদ্যত হন আসিম।

এরপরেই আর দেরি না করে 'খতরো কে খিলাড়ি 'থেকে বের করে দেওয়া হয় আসিমকে। রোহিত বলেন, " ওঁর নিজস্ব মনোভাব থাকতেই পারে। সেটা নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু যে ব্যবহার আসিম করেছে, তারপর এই শোতে ওঁর আর জায়গা নেই!"