নিজস্ব সংবাদদাতা: রাহুল মুখোপাধ্যায়ের প্রথমদিনের শুটিংয়ে অভিনেতারা পৌঁছালেও অনুপস্থিত ছিলেন টেকনিশিয়ানরা। তাঁর পাশে দাঁড়িয়েছে টলিউডের পরিচালক মহল। সেদিনও তার অন্যথা হয়নি। রাজ চক্রবর্তী সেদিন জানিয়েছিলেন, এই অপমান আর এই অসম্মানের পরিস্থিতির মীমাংসা না হলে দু'দিনের মধ্যে কোনও পরিচালক শুটিং ফ্লোরে যাবেন না। কিন্তু তারপরেও ফেডারেশন অনড় ছিলেন তাঁদের সিদ্ধান্তে। তাই জল্পনার পারদ চড়ছিল টলিউডের শুটিং বন্ধ হওয়ার।

রবিবার রাত গড়াতেই জল্পনায় সিলমোহর পড়ল। রবিবার রাত ৯টার কিছু পর ডিরেক্টরস গিল্ডের তরফে সদস্যদের ফোনে পৌঁছে গিয়েছে বিজ্ঞপ্তি। সেখানে স্পষ্ট বাংলায় লেখা রয়েছে, "অধিকাংশ পরিচালক সদস্যের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরি সমিতি আগামিকাল থেকে (২৯/১২/২০২৪) থেকে যতদিন না পর্যন্ত পরিচালকদের সমস্যার সুষ্ঠ সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ জানাচ্ছে। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার শুটিংয়ে অবশ্য এই অনুরোধ কার্যকর হচ্ছে না।"

ঠিক এমন কিছু যে ঘটতে পারে সেই আঁচ করে এদিন টলিগঞ্জের একাধিক ধারাবাহিক ডবল ইউনিট নিয়ে সকাল থেকে শুটিং শুরু করেছিল। কারণ ধারাবাহিকের ক্ষেত্রে প্রচুর এপিসোড ব্যাঙ্কিং থাকে না। আর একদিন শুটিং বন্ধ থাকা মানে ধারাবাহিকের সম্প্রচার বন্ধের মুখে পড়তে পারে। তাই মাসের চতুর্থ রবিবার যেখানে টলিপাড়ায় ছুটি থাকে, সেখানে ডবল ইউনিটে চলেছে জোরকদমে শুটিং।

এসভিএফের পুজোর ছবির পরিচালক হিসাবে রাহুল মুখোপাধ্যায়কে ফেডারেশন মেনে না নিলে ফ্লোরে যাবে না পরিচালকরা, এই সিদ্ধান্তে অনড় পরিচালকরা। এই দাবিতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পরিচালকদের স্বাক্ষর গ্রহণের বার্তা। সেখানে স্পষ্ট লেখা রয়েছে, "শনিবার, ২৭ জুলাই রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি বাংলা ছবির শুটিং টেকনিশিয়ান স্টুডিয়োতে ছিল। ফেডারেশনের আওতাভুক্ত কলাকুশলীরা সেই শুটিংয়ে উপস্থিত হননি। ফলত শুটিং করাই যায়নি। ওখানে উপস্থিত পরিচালক, অভিনয়শিল্পী সকলে চূড়ান্ত অপমানিত হন। এই মর্মে অন্যান্য অনেক পরিচালক ওখানে উপস্থিত হয়ে যে বিবৃতি দেন, তার সূত্র ধরে আমরা প্রস্তাব করতে চাই যে, যতক্ষণ না রাহুল মুখার্জিকে পরিচালক হিসেবে মেনে নিয়ে ফেডারেশনের কলাকুশলীরা শুটিং করতে রাজি হচ্ছেন, ততক্ষণ আমরা পরিচালকরা আগামীকাল ( ২৯ শে জুলাই,২০২৪ সোমবার)থেকে মীমাংসা না হওয়া পর্যন্ত অসহযোগিতায় যেতে বাধ্য হচ্ছি।"

এই বার্তায় সম্মতি জানিয়ে সই করেছেন, রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, দেবালয় ভট্টচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, মানসী সিনহা, তথাগত মুখোপাধ্যায়, পাভেল,রাজা চন্দ, অভিজিৎ সেন, অমিত দাস, সায়ন বন্দ্যোপাধ্যায়, শুভ্রজিৎ মিত্র, রাজর্ষি দের সহ টলিউডের বড়পর্দা থেকে ছোটপর্দার পরিচালকরা। আর বর্তমানে এই তালিকায় আরও নাম যোগ হচ্ছে।
শুটিং বন্ধ থাকলেও চলছে প্রাক প্রডাকশনের কাজ। বেশকিছু ধারাবাহিক ও ছবির প্রাক প্রডাকশনের কাজ এই মুহূর্তে বন্ধ করেননি তাঁরা।