আজকাল ওয়েবডেস্ক: জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত আনিসুল লস্কর। বৃহস্পতিবার রানাঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে এই সিপিএম নেতাকে। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার মূল অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ব্যক্তিগত আক্রোশ থেকেই সইফুদ্দীনকে খুন করে আনিসুর। ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। ৭২ ঘণ্টা পর গ্রেপ্তার করা হয়েছে আনিসুরকে। সঙ্গে আটক করা হয়েছে আরও ৪ জনকে। খুনের পর পরিবারের তরফে করা এফআইআরে নাম ছিল আনিসুরের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে আনিসুরের শেষ ফোন লোকেশন বারুইপুর কাছাকাছি হিঞ্চি এলাকায়।
Jaynagar: জয়নগরে তৃণমূল নেতা খুন গ্রেপ্তার মূল অভিযুক্ত
আজকাল ওয়েবডেস্ক: জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত আনিসুল লস্কর। বৃহস্পতিবার রানাঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে এই সিপিএম নেতাকে। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার মূল অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ব্যক্তিগত আক্রোশ থেকেই সইফুদ্দীনকে খুন করে আনিসুর। ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। ৭২ ঘণ্টা পর গ্রেপ্তার করা হয়েছে আনিসুরকে। সঙ্গে আটক করা হয়েছে আরও ৪ জনকে। খুনের পর পরিবারের তরফে করা এফআইআরে নাম ছিল আনিসুরের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে আনিসুরের শেষ ফোন লোকেশন বারুইপুর কাছাকাছি হিঞ্চি এলাকায়।
