নিজস্ব সংবাদদাতা: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি হয়ে আসছে 'বহুরূপী'। ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫ এই সময়টা জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, যাকে কেন্দ্র করেই এই ছবি। ভীষণভাবে বাস্তব নির্ভর এই ছবির গল্পে একেবারে ভিন্ন রূপে ধরা দিতে প্রস্তুত শিবপ্রসাদ। আবির,কৌশানী,ঋতাভরীর পর এবার খোদ পরিচালকের প্রথম ঝলক সামনে এল।
পোস্টারে দেখা যাচ্ছে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে তিনি। তাতে দর্শকের বুঝতে অসুবিধা হয়নি শিক্ষকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবিতে তাঁর চরিত্রের নাম 'বিক্রম প্রামাণিক'। একই পোস্টারে আবার দেখা যাচ্ছে তাঁর দু’কাঁধে বাঁধা জুতো। কাঁধে কাপড়ের ব্যাগ। চোখে মুখে চিন্তার ভাব স্পষ্ট। অন্যদিকে আবার কৌশানীর সঙ্গে ভ্যান গাড়িতে দেখা গেল তাঁকে। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। শিবপ্রসাদের চরিত্রেই লুকিয়ে রয়েছে গল্পের আসল চমক।
'বহুরূপী'তে নিজের প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শিবপ্রসাদ নিজেই। সেই সঙ্গে লিখেছেন,"একুশে পা থেকে তিরিশে পা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্ণ করলাম । অভিনেতা হিসেবে প্রথমবার পুজোতে আমার সিনেমা 'বহুরূপী' মুক্তি পাবে। এর আনন্দ, শিহরণ সবটাই আলাদা । ধন্যবাদ পরিচালক নন্দিতা রায়কে, উইন্ডোজ প্রোডাকশনকে এবং 'বহুরূপী' সিনেমার সব কলাকুশলীকে। আমার সিনেমা অভিনয়ের তালিকা দীর্ঘ নয়। কিন্তু যেটুকু কাজ করেছি দর্শকের আশীর্বাদ পেয়েছি। তাই আশা করব এবারও আপনাদের মন ভরাতে পারবো। পুজোয় বড় পর্দায় 'বিক্রম প্রামাণিক' আপনাদের জন্য অপেক্ষা করবে।"
প্রসঙ্গত, এই চরিত্রের জন্য নিজের ওজন ঝরিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মেনেছেন কঠোর ডায়েটও। পর্দায় 'বিক্রম প্রামাণিক'-এর চরিত্র কতটা রঙিন হয়ে ফুটে ওঠে এখন সেটাই দেখার।
পোস্টারে দেখা যাচ্ছে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে তিনি। তাতে দর্শকের বুঝতে অসুবিধা হয়নি শিক্ষকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবিতে তাঁর চরিত্রের নাম 'বিক্রম প্রামাণিক'। একই পোস্টারে আবার দেখা যাচ্ছে তাঁর দু’কাঁধে বাঁধা জুতো। কাঁধে কাপড়ের ব্যাগ। চোখে মুখে চিন্তার ভাব স্পষ্ট। অন্যদিকে আবার কৌশানীর সঙ্গে ভ্যান গাড়িতে দেখা গেল তাঁকে। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। শিবপ্রসাদের চরিত্রেই লুকিয়ে রয়েছে গল্পের আসল চমক।
'বহুরূপী'তে নিজের প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শিবপ্রসাদ নিজেই। সেই সঙ্গে লিখেছেন,"একুশে পা থেকে তিরিশে পা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্ণ করলাম । অভিনেতা হিসেবে প্রথমবার পুজোতে আমার সিনেমা 'বহুরূপী' মুক্তি পাবে। এর আনন্দ, শিহরণ সবটাই আলাদা । ধন্যবাদ পরিচালক নন্দিতা রায়কে, উইন্ডোজ প্রোডাকশনকে এবং 'বহুরূপী' সিনেমার সব কলাকুশলীকে। আমার সিনেমা অভিনয়ের তালিকা দীর্ঘ নয়। কিন্তু যেটুকু কাজ করেছি দর্শকের আশীর্বাদ পেয়েছি। তাই আশা করব এবারও আপনাদের মন ভরাতে পারবো। পুজোয় বড় পর্দায় 'বিক্রম প্রামাণিক' আপনাদের জন্য অপেক্ষা করবে।"
প্রসঙ্গত, এই চরিত্রের জন্য নিজের ওজন ঝরিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মেনেছেন কঠোর ডায়েটও। পর্দায় 'বিক্রম প্রামাণিক'-এর চরিত্র কতটা রঙিন হয়ে ফুটে ওঠে এখন সেটাই দেখার।
