আজকাল ওয়েবডেস্ক: পরিবর্তনের পক্ষপাতী নন টিম ইন্ডিয়ার নতুন টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। অধিনায়ক হওয়ার পর প্রথমবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন নেতা সূর্য। জানালেন অনেককিছুই। এমনকী দলে হার্দিকের ভূমিকা নিয়েও মুখ খুলেছেন সূর্য। তিনি বলেছেন, ‘হার্দিকের ভূমিকা আগেও যা ছিল। এখনও তাই থাকবে। দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার ও। আমার আশা বিশ্বকাপের পারফরম্যান্স হার্দিক শ্রীলঙ্কা সফরেও ধরে রাখবে।’ এরপরই সূর্য বলেছেন, ‘দল যেভাবে এগোচ্ছিল সেভাবেই এগোবে। সাফল্য এলে রণনীতি বদলানোর তো প্রয়োজন নেই। যেভাবে ধ্বংসাত্মক ক্রিকেট খেলেছি। সেটাই ধরে রাখব। শুধু অধিনায়ক হয়েছি। এটাই বাড়তি এসেছে। বাকি ভূমিকা একই রয়েছে।’ সূর্য স্পষ্ট করেই দিয়েছেন, যে রোহিতের মডেল ধরেই তিনি এগোবেন।
সূর্যর কথায়, ‘রোহিত ভাই মাঠ ও মাঠের বাইরে এক জন নেতা। একেবারে সামনে থেকে নেতৃত্ব দেয়। টি২০ ক্রিকেটে কীভাবে নেতৃত্ব দিতে হয়। কীভাবে খেলতে হয়। সবটাই শিখেছি রোহিত ভাইয়ের থেকে।’ এরপরই তিনি যোগ করেছেন, ‘অনেক অধিনায়কের সঙ্গেই খেলেছি। কিন্তু সবচেয়ে বেশি ছয় বছর খেলেছি রোহিত ভাইয়ের নেতৃত্বে।’ তিন ক্রিকেটার টি২০ থেকে সরে গেছেন। বিরাট, রোহিত ও জাদেজা। সমস্যা হবে না? সূর্য বলছেন, ‘শূন্যস্থান পূরণ করা শক্ত এরকম তিন ক্রিকেটারের। তবে তরুণরা পরিশ্রম করছে। ইতিমধ্যেই আইপিএলে অনেকে দারুণ পারফর্ম করেছে। দেশের হয়েও পারফর্ম করেছে। তরুণদের উপর যথেষ্ট আস্থা রয়েছে।’
অর্থাৎ সূর্য স্পষ্ট করে দিলেন, তিনি রোহিতের মডেলকেই অনুসরণ করবেন। হাত রাখবেন তরুণদের কাঁধে।
সূর্যর কথায়, ‘রোহিত ভাই মাঠ ও মাঠের বাইরে এক জন নেতা। একেবারে সামনে থেকে নেতৃত্ব দেয়। টি২০ ক্রিকেটে কীভাবে নেতৃত্ব দিতে হয়। কীভাবে খেলতে হয়। সবটাই শিখেছি রোহিত ভাইয়ের থেকে।’ এরপরই তিনি যোগ করেছেন, ‘অনেক অধিনায়কের সঙ্গেই খেলেছি। কিন্তু সবচেয়ে বেশি ছয় বছর খেলেছি রোহিত ভাইয়ের নেতৃত্বে।’ তিন ক্রিকেটার টি২০ থেকে সরে গেছেন। বিরাট, রোহিত ও জাদেজা। সমস্যা হবে না? সূর্য বলছেন, ‘শূন্যস্থান পূরণ করা শক্ত এরকম তিন ক্রিকেটারের। তবে তরুণরা পরিশ্রম করছে। ইতিমধ্যেই আইপিএলে অনেকে দারুণ পারফর্ম করেছে। দেশের হয়েও পারফর্ম করেছে। তরুণদের উপর যথেষ্ট আস্থা রয়েছে।’
অর্থাৎ সূর্য স্পষ্ট করে দিলেন, তিনি রোহিতের মডেলকেই অনুসরণ করবেন। হাত রাখবেন তরুণদের কাঁধে।
