আজকাল ওয়েবডেস্ক: শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীর জমানা। শুরু হচ্ছে ভারত–শ্রীলঙ্কা টি২০ সিরিজ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে টিম ইন্ডিয়ার নতুন নেতা হয়েছেন সূর্যকুমার যাদব। ডেপুটি শুভমান গিল।
রোহিত, বিরাট, জাদেজা আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। তাই টি২০ ক্রিকেটে একটা বড় পালাবদল হতে চলেছে। কেমন হতে পারে শনিবার টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?
ওপেনিংেয় গিলের সঙ্গে নামবেন যশস্বী জয়সোয়াল। এবিষয়ে কোনও দ্বিমত নেই। কারণ দলে তৃতীয় কোনও ওপেনার নেই। তিন ও চারে আসবেন সম্ভবত অধিনায়ক সূর্যকুমার যাদব ও ঋষভ পন্থ। সঞ্জু স্যামসন হয়ত প্রথম একাদশে সুযোগ পাবেন না। উইকেটরক্ষক হিসেব খেলবেন পন্থ। এখন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে সঞ্জুকে খেলানো হয় কিনা দেখার। পাঁচে নামার কথা হার্দিক পাণ্ডিয়ার। তবে পাণ্ডিয়ার সঙ্গে প্রথম একাদশে ঢোকার লড়াই থাকবে শিবম দুবের। তবে দু’জনকেই হয়ত খেলানো হতে পারে। সেক্ষেত্রে দেখার ছয়ে কে আসবেন? দুবে না রিঙ্কু সিং? দলে রয়েছেন দুই স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। দু’জনেই সম্ভবত দলে থাকবেন। শ্রীলঙ্কার স্পিনিং উইকেটের কথা ভেবে খেলানো হতে পারে রবি বিষ্ণোইকেও। পেস অ্যাটাকের দায়িত্বে থাকবে অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ।
আজ ভারতের দল হতে পারে এরকম: শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং/শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।
রোহিত, বিরাট, জাদেজা আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। তাই টি২০ ক্রিকেটে একটা বড় পালাবদল হতে চলেছে। কেমন হতে পারে শনিবার টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?
ওপেনিংেয় গিলের সঙ্গে নামবেন যশস্বী জয়সোয়াল। এবিষয়ে কোনও দ্বিমত নেই। কারণ দলে তৃতীয় কোনও ওপেনার নেই। তিন ও চারে আসবেন সম্ভবত অধিনায়ক সূর্যকুমার যাদব ও ঋষভ পন্থ। সঞ্জু স্যামসন হয়ত প্রথম একাদশে সুযোগ পাবেন না। উইকেটরক্ষক হিসেব খেলবেন পন্থ। এখন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে সঞ্জুকে খেলানো হয় কিনা দেখার। পাঁচে নামার কথা হার্দিক পাণ্ডিয়ার। তবে পাণ্ডিয়ার সঙ্গে প্রথম একাদশে ঢোকার লড়াই থাকবে শিবম দুবের। তবে দু’জনকেই হয়ত খেলানো হতে পারে। সেক্ষেত্রে দেখার ছয়ে কে আসবেন? দুবে না রিঙ্কু সিং? দলে রয়েছেন দুই স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। দু’জনেই সম্ভবত দলে থাকবেন। শ্রীলঙ্কার স্পিনিং উইকেটের কথা ভেবে খেলানো হতে পারে রবি বিষ্ণোইকেও। পেস অ্যাটাকের দায়িত্বে থাকবে অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ।
আজ ভারতের দল হতে পারে এরকম: শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং/শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।
