নিজস্ব সংবাদদাতা: আজ অর্থাৎ ২৭ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল এসভিএফ-এর পুজোর ছবির শুটিং। পরিচালকের আসনে রাহুল মুখোপাধ্যায়। কথামত কলাকুশলীরা হাজির হলেও টেকনিশিয়ানদের দেখা মিলল না।

তবে কি বন্ধ হবে শুটিং? একেবারেই না। 'শুটিং হবেই' এই দাবিতে টেকনিশিয়ানের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন টলিপাড়ার পরিচালকরা। কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজা চন্দ, পাভেল সহ আরও বহু পরিচালককে একজোট হতে দেখা গেল এদিন।

কিন্তু কেন এলেন না টেকনিশিয়ানরা? এই বিষয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমাদের কাছে তথ্য এসেছিল যে, সৌমিক হালদার পরিচালনা করবেন রাহুল নয়। কিন্তু সেটা না হয়ে পরিচালকের আসনে রাহুলকে দেখা যায়। তাই টেকনিশিয়ানরা ফিরে আসেন। পরিচালকরা যদি এইভাবেই টেকনিশিয়ানদের কাজ করে ছবিটি নিয়ে এগোতে চান তো সেটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত বিষয়।"

এদিকে, গতকালই এসভিএফ-এর তরফে ঘোষণা করা হয়, সৌমিক হালদারের পরিবর্তে রাহুলকেই দেখা যাবে পরিচালনায়। কিন্তু হঠাৎই এই সিদ্ধান্তের রদবদলের খেসারত দিতে হচ্ছে ইন্ডাস্ট্রির পরিচালকদের। একপ্রকার প্রতিবাদে নেমে রাহুলের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। এরপর কী হবে? এই উত্তরের অপেক্ষায় গোটা টলিপাড়া।