আজকাল ওয়েবডেস্ক : কমে গেল সোনার দাম। কিনে নিতে এখনই বাজারে ছুটে যান। নাহলে কিন্তু মিস হয়ে যাবে। কেন্দ্রীয় বাজেটের পর এক ধাক্কায় কমে গেল সোনার দাম। ৭ শতাংশ কমে গেল সোনার দাম। অর্থাৎ ১০ গ্রাম সোনায় ৫ হাজার টাকা কমে গেল সোনার দাম। সরকার বেসিক কাস্টম ডিউটিতে হস্তক্ষেপ করতেই সোনার দাম কমল। এবার সাধারণ মানুষের অনেকটা নাগালের মধ্যে চলে এল এই হলুদ ধাতুটি।

সোনার চোরাকারবারে সরকার আগামীদিনে আরও কঠোর নীতি নিয়েছে। ফলে উপকৃত হবেন গয়নাপ্রস্তুতকারী সংস্থাগুলিও। এক বিশেষজ্ঞ জানিয়েছেন, সোনার দাম কমাতে সরকারের এই উদ্যোগ তারিফযোগ্য। এরফলে বাজার বেশ কিছুটা প্রভাবিত হবে। সাধারণ মানুষের সোনার প্রতি আগ্রহ বাড়বে।

কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বেসিক কাস্টম ডিউটি কমানোর কথা ঘোষণা করতেই সোনা এবং রূপার দাম কমে গেল এক ধাক্কায়। মঙ্গলবারই রাজধানীতে সোনার দাম ৩ হাজার ৩৩০ টাকা কমে গিয়ে হয় ৭২ হাজার ৩০০ টাকা। এরপর বুধবার সোনার দাম আরও কমে গিয়ে হয় ৬৫০ টাকা। বৃহস্পতিবার আরও একহাজার টাকা কমে যায় সোনার দাম। ফলে সোনার দাম গিয়ে দাঁড়ায় ৭০ হাজার ৬৫০ টাকা।