আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে কলকাতায় পা রাখলেন মোহনবাগানের স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেড। আসন্ন মরসুমের মোহনবাগানের ছয় বিদেশির মধ্যে টমই প্রথম যিনি পা রাখলেন শহরে। ২৯ জুলাই থেকে অনুশীলন শুরু করবেন মলিনা। তার আগেই সবাই এসে পড়বেন শহরে।
এদিন সবুজ মেরুনের নতুন ডিফেন্ডারকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অগুনতি সবুজ মেরুন সমর্থক। কলকাতা বিমানবন্দরের 4A গেট দিয়ে ডিফেন্ডার বেরোতেই তাঁকে ঘিরে ধরেন সমর্থকরা। সবুজ মেরুন উত্তরীয় পরিয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। টম অ্যালড্রেডের সঙ্গে ছিলেন তাঁর পরিবারও।
সমর্থকদের ভালবাসায় আপ্লুত হয়ে স্কটিশ ডিফেন্ডার হাত মুঠো করে স্লোগান তোলেন সমর্থকদের সঙ্গে। ৬.২ ইঞ্চি উচ্চতার টম অ্যালড্রেড এর আগে অস্ট্রেলিয়ার এ লিগের সঙ্গে যুক্ত ছিলেন। সামার ট্রান্সফার উইন্ডোতে তাঁকে সই করিয়েছে মোহনবাগান।
এদিন সবুজ মেরুনের নতুন ডিফেন্ডারকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অগুনতি সবুজ মেরুন সমর্থক। কলকাতা বিমানবন্দরের 4A গেট দিয়ে ডিফেন্ডার বেরোতেই তাঁকে ঘিরে ধরেন সমর্থকরা। সবুজ মেরুন উত্তরীয় পরিয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। টম অ্যালড্রেডের সঙ্গে ছিলেন তাঁর পরিবারও।
সমর্থকদের ভালবাসায় আপ্লুত হয়ে স্কটিশ ডিফেন্ডার হাত মুঠো করে স্লোগান তোলেন সমর্থকদের সঙ্গে। ৬.২ ইঞ্চি উচ্চতার টম অ্যালড্রেড এর আগে অস্ট্রেলিয়ার এ লিগের সঙ্গে যুক্ত ছিলেন। সামার ট্রান্সফার উইন্ডোতে তাঁকে সই করিয়েছে মোহনবাগান।
