আজকাল ওয়েবডেস্ক: টানা মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত পুনে। থমকে জনজীবন। কোথাও হাঁটু পর্যন্ত, তো কোথাও কোমর সমান জল। বৃষ্টির জেরে জল ঢুকেছে বহু বাড়িতেও। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বৃহস্পতিবার পুনেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতেরা প্রত্যেকেই খাবার বিক্রেতা। পাশাপাশি ঠেলাগাড়িতে খাবার বিক্রি করতেন তাঁরা। এদিন জলমগ্ন রাস্তা থেকে ঠেলাগাড়ি উদ্ধারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনজনে। তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার মহারাষ্ট্রে ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। আজ পুনের সরকারি, বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল একতা নগর, ভার্জে, সিনগড় এলাকায় স্থানীয়দের উদ্ধার করতে শুরু করেছে। মুথা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় জলের তলায় একটি ব্রিজ। আগামী ৪৮ ঘণ্টা পুনের সমস্ত পর্যটনস্থল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে প্রশাসন।