আজকাল ওয়েবডেস্ক: সর্ষের মধ্যে ভূতের কথা বলে থাকেন অনেকেই। তাই বলে চকোলেটের মধ্যে দাঁত! ঘটনায় তাজ্জব অবসরপ্রাপ্ত শিক্ষিকা। এই অবাক করা ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। সেখানে অবসরপ্রাপ্ত ওই শিক্ষিকা মায়াদেবী গুপ্তা চকোলেটের মধ্যে আবিষ্কার করেন চার চারটি দাঁত। যদিও দাঁতগুলি নকল ছিল বলে জানা গিয়েছে। 

তিনি জানিয়েছেন, কোনও এক জন্মদিনের অনুষ্ঠানে তাঁকে এই চকোলেট দেওয়া হয়েছিল। দিয়েছিল তাঁরই ছাত্র। কয়েকদিন পর, তিনি যখন কফি স্বাদের চকোলেটে কামড় বসান, বিপত্তি ঘটে তখনই। অদ্ভুত শক্ত কিছু খুঁজে পান। প্রথমে তিনি ভেবেছিলেন চকোলেটেরই অংশ হবে। তারপরেই চক্ষু চড়কগাছ! দেখেন চকোলেটের মধ্যে দাঁতের সেট! এক, দুই নয়, একেবারে চার চারটি দাঁত।

তাঁর সঙ্গে কেউ মজা করেছেন? নাকি এরকমই ছিল, প্রথমে সেটাও ভেবে পাননি। পরে জেলা খাদ্য সুরক্ষা দপ্তরে তিনি অভিযোগ দায়ের করেন। ঘটনায় তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে। তবে খাবারের মধ্যে অন্যান্য বস্তুর উপস্থিতি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার লক্ষ করা গিয়েছে। গতমাসে মুম্বইয়ে এক চিকিৎসক আইসক্রিমের ভেতর মানুষের আঙুল খুঁজে পান। এছাড়া খাবারে আরশোলা, ইঁদুর, টিকটিকির উপস্থিতির মতো নানা অভিযোগ সামনে উঠে আসে একাধিকবার।