মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ জুলাই ২০২৪ ২০ : ৫৬Riya Patra
মিল্টন সেন,হুগলি: দীর্ঘ আলোচনার পর অবশেষে উঠলো আলু ব্যবসায়ীদের ধর্মঘট। বৃহস্পতিবার থেকে রাজ্যের বাজারে আলুর যোগান স্বাভাবিক হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বুধবার রাত থেকেই হিম ঘর থেকে আলু বেরোনো শুরু হয়ে যাবে।
গত সোমবার সকাল থেকে শুরু হয় প্রগতিশীল আলু ব্যবসায়ীদের কর্মবিরতি। ওই দিন সকাল থেকে হিমঘর খোলা রাখা হলেও আলু বের করা বন্ধ রাখা হয়। ফলে বাজারে আলুর যোগান কমে যাওয়ার পাশাপাশি দাম বাড়ার আশঙ্কা দেখা দেয়। হিমঘর থেকে গত শনিবার যে আলু বের করা হয়েছিল সেটা ক্রমেই কমতে থাকে। বাজারে আলুর অভাব দেখা দেয়, বেড়ে যায় দাম।
বুধবার বৈঠক শেষে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি জানিয়েছেন, বৃহত্তর মানুষের স্বার্থের কথা ভেবে ধর্মঘট তুলে নেওয়া হল। আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেল। আলুর যোগান এবার স্বাভাবিক হবে। এদিন রাত থেকে হিম ঘর থেকে আলু বেরোবে। তিনি এবং তাঁর সংগঠন সরকারের পাশে আছে। তবে,
আলু বাইরে যাওয়ার বিষয়টি যেন সরকার দেখে। তিনি আশাবাদী মন্ত্রী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।
সংগঠনের তরফে সরকারের কাছে লিখিত ভাবে আবেদন করা হবে। এদিন ওয়েস্ট বেঙ্গল কোল্ডস্টোর অ্যাসোসিয়েশনের পতিতপাবন দে বলেন, সংগঠনের তরফে যা সাহায্য করা যায় সেটা বলা হয়েছিল। রাজ্য সরকার সাড়া দিয়েছে। ব্যবসায়ীরা কর্মবিরতি তুলে নিয়েছে। সরকারকে আলু দিয়ে সাহায্য করা হবে। রাজ্যে কমবেশি ১১০ লক্ষ টন আলু উৎপাদন হয়। সেটা এই রাজ্যের পক্ষে অনেকটাই বেশি। তাই আলু ভিন রাজ্যে পাঠাতে হয়। আলু অনেকটাই অর্থনীতি নিয়ন্ত্রণ করে। আলুর দাম বেশি থাকলে চাষীরা কিছু টাকা পায়।
হিমঘর সংগঠনের সভাপতি সুনীল রানা বলেন, তিনি চান রাজ্যে আলুর যোগান স্বাভাবিক রেখে যাতে ভিন রাজ্যে পাঠানো যায়। আলু যাতে ন্যায্য মূল্যে পায় তার দিকে খেয়াল রাখা হবে। এই প্রসঙ্গে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, 'ব্যবসায়ীদের কর্ম বিরতিতে পদ্ধতিগত ত্রুটি ছিল। সরকারের সঙ্গে আলোচনার রাস্তা সব সময় খোলা রাখা হয়েছিল। রাজ্যের স্বার্থে মানুষের স্বার্থে ধর্মঘট তুলে নিয়েছেন। কিছু সমস্যা রয়েছে। সেটা বলেছেন। মুখ্যসচিব বলেছেন বিষয়টি দেখবেন। রাজ্যে ৪৯৩ টি সুফল বাংলা কাউন্টার খোলা আছে। হিমঘর থেকে ২৬ টাকা দরে আলু দেবে। পরিস্থিতি মোকাবিলায় সুফল বাংলা থেকে ২৯ টাকা দরে আলু বিক্রি করা হয়েছে। আলু ব্যবসায়ীরা যদি কথা রাখেন তাহলে আমরা ৩০ টাকার নিচে আলু খাওয়াতে পারব। দিল্লি থেকে দেশের অন্য রাজ্যে আলুর দাম চড়া। সেই তুলনায় আমাদের রাজ্যে আলুর দাম কম। বাইরে আলু যাওয়ার বিষয়ে বলেছেন। আলুর যোগান স্বাভাবিক হলে সেটা নিয়ে ভাবা হবে।'
নানান খবর

নানান খবর

হুইসল নয়, বাজবে সঙ্গীত, গানে গানে হবে আবর্জনা সংগ্রহ

মাঠ বিক্রি থেকে তোলাবাজির অভিযোগ, পানিহাটির পুরপ্রধানকে ইস্তফার নির্দেশ ফিরহাদের

১০ হাজারের বেশি ভুতুড়ে ভোটার, বনগাঁর পাঁচ বিধানসভার তথ্য সামনে আনলেন জেলা সভাপতি

‘রাঙিয়ে দিয়ে যাও’, মঙ্গলের সকালে বিশ্বভারতীতে ঘরোয়া বসন্ত বন্দনা

‘তিনদিন বাড়ি ফেরেনি’, সাতসকালে গাছে বাঁধা অবস্থায় উদ্ধার যুবতীর দেহ

জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মুম্বইয়ে বিষাক্ত গ্যাসে মৃত মুর্শিদাবাদে চার পরিযায়ী শ্রমিক

সাইকেল নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে রক্তাক্ত দেহ উদ্ধার, পিটিয়ে মারার অভিযোগ, গ্রেপ্তার এক অভিযুক্ত

যাদবপুর-কাণ্ড নিয়ে সরব, শিক্ষাপ্রাঙ্গণকে নৈরাজ্য মুক্ত করতে ডাক রাজ্যের অধ্যাপক সংগঠনের

ফুচকা বানাতে গিয়েই বড় বিপদ, পরিস্থিতি সামলাতে ছুটল দমকলের ইঞ্জিন

রাজ্য বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল

পূর্ণবয়স্ক দুই পুরুষ হাতির ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী বাগডোগরা, কী ঘটল তারপর?

কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে এবার পথে কোল ইন্ডিয়ার পেনশনভোগীরা! পেনশন মাত্র ৪৯ টাকা!

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরেই আত্মঘাতী রোগী

ব্যারাকপুর কমিশনারেটের তৎপরতায় নিমতা থানার সহযোগে অবশেষে দিল্লি থেকে গ্রেপ্তার মাকে হত্যাকারী ছেলে ও তাঁর বউ !

চন্দ্রকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস ও মারুতির মুখোমুখি সংঘর্ষে জখম ৪