আজকাল ওয়েবডেস্ক: কখনও আইসক্রিমের মধ্যে মিলছে কাটা আঙুল। তো কখনও খাবারে মরা ইঁদুর। এবার চকোলেটের মধ্যে মিলল নকল দাঁত। তাও আবার একটি, দুটি নয়–চার চারটি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের খারগোন এলাকার এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। জানা গেছে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মায়াবতী গুপ্তা বর্তমানে একটি এনজিও–র সদস্য। এক অনুষ্ঠানে তাঁরই এক ছাত্র তাঁকে কফির স্বাদের চকোলেট উপহার দিয়েছিলেন। পরের দিন বাড়িতে ওই চকোলেটে এক কামড় বসিয়েও তিনি বুঝতে পারেন শক্ত কিছু একটা ঠেকছে মুখে। চকোলেটটি খেতে গিয়ে কষ্ট হচ্ছিল। তিনি চকোলেটটি মুখ থেকে বার করে দেখেন, উল্টোদিকে চারটি নকল দাঁত লেগে রয়েছে।
জানা গেছে চকোলেটটি ছিল একটি নামী ব্রান্ডের। তিনি জেলার খাদ্য সুরক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পরেই যে দোকান থেকে চকোলেটটি কেনা হয়েছিল, সেই দোকানে তল্লাশি চালান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। দোকান থেকে বাকি চকোলেটের নমুনা সংগ্রহ করা হয়। তা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের খারগোন এলাকার এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। জানা গেছে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মায়াবতী গুপ্তা বর্তমানে একটি এনজিও–র সদস্য। এক অনুষ্ঠানে তাঁরই এক ছাত্র তাঁকে কফির স্বাদের চকোলেট উপহার দিয়েছিলেন। পরের দিন বাড়িতে ওই চকোলেটে এক কামড় বসিয়েও তিনি বুঝতে পারেন শক্ত কিছু একটা ঠেকছে মুখে। চকোলেটটি খেতে গিয়ে কষ্ট হচ্ছিল। তিনি চকোলেটটি মুখ থেকে বার করে দেখেন, উল্টোদিকে চারটি নকল দাঁত লেগে রয়েছে।
জানা গেছে চকোলেটটি ছিল একটি নামী ব্রান্ডের। তিনি জেলার খাদ্য সুরক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পরেই যে দোকান থেকে চকোলেটটি কেনা হয়েছিল, সেই দোকানে তল্লাশি চালান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। দোকান থেকে বাকি চকোলেটের নমুনা সংগ্রহ করা হয়। তা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
