আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতা লিগের শীর্ষে ইমামি ইস্টবেঙ্গল। একাধিক ফুটবলার না থাকা সত্ত্বেও ঘরের মাঠে রেলওয়ে এফসি–কে ২ গোলে হারিয়ে লিগ শীর্ষে লাল হলুদ। 


বুধবার ঘরের মাঠে চোটের জন্য ইস্টবেঙ্গল পায়নি সায়ন বন্দ্যোপাধ্যায়, পি ভি বিষ্ণুরা। তবুও রেলকে বেলাইন করে দিল লাল হলুদ। এর আগের ম্যাচে ঘরের মাঠে ইস্টবেঙ্গল পুলিশ এসিকে ৬ গোলে হারিয়েছিল। কিন্তু আজ প্রথম দলের একাধিক ফুটবলারকে ছাড়াই এল জয়। অন্যদিকে শেষ দুই ম্যাচে জিতলেও এদিন হারের মুখ দেখতে হল ইস্টবেঙ্গলকে।


বুধবার প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইস্টবেঙ্গল প্রথম গোল পায়। মহম্মদ মুশারফের গোলে এগিয়ে যায় লাল হলুদ। ৬৮ মিনিটে লাল হলুদকে এগিয়ে দেন আদিল আমাল। গোল শোধের একাধিক চেষ্টাও করেছিল রেল। এদিনের জয়ের ফলে কলকাতা লিগে আপাতত ৬টি ম্যাচ খেলে পাঁচটিতেই জিতল ইস্টবেঙ্গল। সংগ্রহ ১৬ পয়েন্ট।