শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Baidyabati: বু‌জিয়ে ফেলা পুকুর খোঁড়ার কাজ শুরু করলেন চেয়ারম্যান

Rajat Bose | ২৪ জুলাই ২০২৪ ১৫ : ৩৭Rajat Bose


মিল্টন সেন, হুগলি:‌ পুকুর ভরাটের অভিযোগ পেয়েছিলেন। বিলম্ব করেননি। বুধবার পুর পারিষদ সদস্যকে সঙ্গে নিয়ে হাজির হলেন ঘটনাস্থলে। নিজে দাঁড়িয়ে থেকে বোজানো পুকুর খোঁড়ার কাজ শুরু করেন। বাসিন্দাদের আশ্বস্ত করেন অচিরেই আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে পুকুরকে। বছর চারেক আগে বৈদ্যবাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পীরতলা এলাকায় পুকুর ভরাট করার অভিযোগ উঠেছিল। প্রাক্তন কাউন্সিলর শঙ্কর দাসের অভিযোগের ভিত্তিতে তৎকালীন পুর কর্তৃপক্ষ দাঁড়িয়ে থেকে সেই পুকুরটি খনন করার কাজ করে।


সম্প্রতি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আবার সেই পুকুর বোঝানোর কাজ পুনরায় শুরু হয়। এই নিয়ে একাধিকবার পুর কর্তৃপক্ষকে অভিযোগ জানান স্থানীয়রা। অবশেষে খবর পৌঁছয় চেয়ারম্যানের কানে। এদিন বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো পূর্ত দপ্তরের পুর পারিষদ সুবীর ঘোষকে নিয়ে উপস্থিত হন। শুরু হয় পুকুর খননের কাজ। অন্যদিকে কুড়ি নম্বর ওয়ার্ডের রাধা গোবিন্দ কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে একটি পুকুর বোজানো চলছিল। স্থানীয় পুর সদস্য বিষয়টি পুরসভার নজরে আনেন। পুকুর বোজানোর ফলে বন জঙ্গলে ভরেছে এলাকা। পোকামাকড়, মশার উৎপাত বেড়েছে। দূষণ ছড়াচ্ছে এলাকায়। অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি অবিলম্বে এই পুকুরকে আগের অবস্থায় ফেরাতে হবে। তাতে সাধারণ মানুষদের সুবিধা হবে এবং এলাকা দূষণমুক্ত হবে। স্থানীয়দের দাবি অনুযায়ী, এদিন ওই পুকুরও খননের কাজ শুরু হয়। প্রসঙ্গত, সম্প্রতি পুর প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠকে জলাশয় বুজিয়ে বেআইনি আবাসন তৈরি হওয়ার ফলে সরকারি জমি বেদখল হয়ে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই আরও সক্রিয়তা বাড়ে। বেআইনি দখলদারী উচ্ছেদের পাশাপাশি বৈদ্যবাটি পুরসভা এলাকায় বুজিয়ে ফেলা পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়। বৈদ্যবাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড এন সি ব্যানার্জি রোড এলাকায় একটি ১৭ শতক পুকুর ভরাট হয়ে গিয়েছিল। হাইকোর্ট ও মৎস্য দপ্তর থেকে পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছিল পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে। ২০১৭ সালের পর থেকে টালবাহানা চলতে থাকে। পুরসভার কাছে ওই পুকুর খননের টাকা নেই বলে জানানো হয়। ফলে সেই পুকুর এখনও বোঝানো অবস্থাতেই পরে রয়েছে।



 বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন, পুকুর বোজানোর খবর পেয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ অনেক সময় অভিযোগ করেন না। সেক্ষেত্রে কাউন্সিলরদের বলেছি তারা যেন অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী বারবার বলছেন এ ধরনের অসামাজিক কাজ বরদাস্ত করা যাবে না।


ছবি:‌ পার্থ রাহা







##Baidyabati##Ponddigging ##Chairman



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সজোরে গাড়ির ধাক্কা, জাতীয় সড়কে লুটিয়ে পড়ল চিতাবাঘ! ফাঁসিদেওয়ায় হাড়-হিম কাণ্ড...

পোষ্য কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করতে গিয়ে বাজারে গ্রেপ্তার এক...

জাল নোট ছাপার কারিগর গ্রেপ্তার দুবরাজপুরে, উদ্ধার বিভিন্ন সংস্থার লটারির টিকিট...

বিধায়ককে সেভাবে দেখা যায় না, বলাগড়ে গঙ্গা ভাঙন পরিদর্শনে গিয়ে বললেন সাংসদ রচনা ব্যানার্জি...

খবরের দাম ২ লক্ষ, গুলি কাণ্ডের 'খলনায়ক' সাজ্জাক-এর বিষয়ে পুরস্কার ঘোষণা পুলিশের ...

যে ডিগ্রি লেখেন, তা অর্জনই করেননি! আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস পাঠাল মেডিক্যাল কাউন্সিল ...

কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...

ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...

 ৫২ দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, দ্রুত বিচার চুঁচুড়া জেলা আদালতে...

রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...

ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...

জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...

পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...

পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...

'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...



সোশ্যাল মিডিয়া



07 24