বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ জুলাই ২০২৪ ২২ : ৩৬Pallabi Ghosh
অতীশ সেন, ডুয়ার্স: আবারও নেওড়া চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। বিগত শুক্রবার এই বাগানে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ ধরা পড়েছিল। তারপর ফের খাঁচা পাতা হলে চার দিনের মাথায় সেই খাঁচায় একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ ধরা পড়ল।
জানা গিয়েছে, গত কয়দিন ধরেই জলপাইগুড়ি জেলার মালবাজারের নেওড়া চা বাগানে চিতাবাঘের উপদ্রব বেড়েছিল। সন্ধ্যা নামলেই শ্রমিক মহল্লায় ঢুকে গরু, ছাগলের উপর আক্রমণ করছিল চিতাবাঘ। ফলে শ্রমিক মহল্লায় আতঙ্ক ছড়াচ্ছিল। বাধ্য হয়ে চা বাগান কর্তৃপক্ষ মালবাজার বন দপ্তরে যোগাযোগ করলে বন দপ্তর চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতার ব্যবস্থা করে।
গত সোমবার ছাগলের টোপ দিয়ে চা বাগানে চিতাবাঘের উপদ্রুত ১৬ নম্বর সেকশান সংলগ্ন এলাকায় একটি খাঁচা পাতা হয়েছিল। ৪ দিনের মাথায় শুক্রবার সাতসকালে সেই খাঁচাতেই একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ বন্দী হয়। চা বাগানে আরও কয়েকটি চিতাবাঘ ঘুড়ে বেড়াচ্ছে বলে শ্রমিকেরা জানান। এর পর বাগান কর্তৃপক্ষের অনুরোধে চা বাগানে আবারও একটি খাঁচা পাতেন। বাগানের ৩ নম্বর সেকশান সংলগ্ন এলাকায় পাতা সেই খাঁচায় মঙ্গলবার আরেকটি চিতাবাঘ ধরা পড়ল।
জঙ্গলের পাশাপাশি ডুয়ার্সের চা বাগানগুলিও এখন চিতাবাঘের স্বাভাবিক বাসভূমিতে পরিণত হয়েছে। জঙ্গল সংলগ্ন এলাকায় শুনশান চা বাগানের নিকাশি নালায় ডেরা গেড়ে থাকতে চিতাবাঘ পছন্দ করে। সন্তান প্রসব ও প্রতিপালন করার জন্য মা চিতাবাঘ চা বাগানের নিকাশি নালাগুলিকে বেছে নেয়। ফলে চা বাগানে কাঁচা চা পাতা তোলা কিম্বা চা গাছের পরিচর্যার কাজ করতে গিয়ে চিতাবাঘের কাছাকাছি শ্রমিকেরা চলে গেলে, অনেক সময়েই চিতাবাঘের হামলায় শ্রমিকদের আহত হওয়ার ঘটনা ঘটে থাকে।
এদিন সকালে শ্রমিকরা খাঁচায় বন্দী অবস্থায় চিতাবাঘটিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে সেখানে ভিড় জমে যায়। বনদপ্তরের মালবাজার স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সমেত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘটিকে পর্যবেক্ষণে রাখার পর সেটি সম্পূর্ণ সুস্থ রয়েছে তা নিশ্চিত হয়ে মঙ্গলবারই চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
নানান খবর

নানান খবর

সিগন্যালিং ব্যবস্থায় গোলমাল, শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচলে বিভ্রাট

ভদ্রেশ্বরে সবজির ক্ষেতে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকলের ২ টি ইঞ্জিন

শিশুপাচারে অভিযোগ! মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার উত্তরপাড়ার মহিলা চিকিৎসক, উদ্ধার করা হল শিশুদেরও

খাবার না পেয়ে কাঁদছিল ছোট বোন, খিচুড়ি আনতে গিয়ে মর্মান্তিক পরিণতি দিদির

চলতে চলতেই হাতের কাছে পাওয়া যাবে বই, ডিজিটাল যুগে বই পড়ার অভ্যাস তৈরিতে অভিনব উদ্যোগ

মাটি নিয়ে গবেষণার মাঝেই ইসরো-তে চাকরির ডাক, ময়ূরাক্ষীর বিরাট সাফল্যে উজ্জ্বল দিনহাটা

অগ্নিদগ্ধ ব্যবসায়ী পরিবার, আগুনে ঝলসে চার জন ভর্তি হাসপাতালে

ভাবছেন এই গরমে কোথায় পাবেন স্বস্তি? ঘুরে আসতে পারেন 'অফবিট' এই জায়গা থেকে

বিয়ের দাবিতে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধরনায় যুবতী! হাতে প্ল্যাকার্ড

পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী, জনতার মারে হাসপাতালে ভর্তি গাড়ির চালক

পড়ে রইল খাবার, পাত্র-পাত্রী দু'পক্ষের মধ্যে তুমুল ইট ছোড়াছুড়ি

মুখ্যমন্ত্রীর আশ্বাসেই বিশ্বাস, রিষড়ার এই স্কুলে যোগ দিলেন চাকরিহারা শিক্ষকরা

নতুন বাইক নিয়ে 'জয়রাইড', সেতু থেকে খালে পড়ে থামল দুরন্ত গতি

বিয়ের তিরিশ বছর পর বধূ নির্যাতন, স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুন, যাবজ্জীবন কারাদণ্ড বলাগড়ের বৃদ্ধের

জীবনের ঝুঁকি নিয়েই জঙ্গলে প্রবেশ করলেন মৌলেরা, শুরু মধু সংগ্রহের কাজ