আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে এসেছিলেন ২৬ বছরের যুবক। সেই শহরেই দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি হল তাঁর। জলমগ্ন দিল্লির রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ওই যুবকের। মৃতের নাম, নীলেশ রাই। তাঁর দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্তও চলছে। 

দিল্লি পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর আড়াইটে নাগাদ রঞ্জিত নগর থানায় ফোন করে দুর্ঘটনার খবর জানান স্থানীয়রা। প্যাটেল নগর মেট্রো স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটেছে। মেট্রো স্টেশনের বাইরের রাস্তায় একটি লোহার গেট থেকে ঝুলছিল পড়ুয়ার দেহ। আশেপাশের রাস্তায় জমেছিল জল। ঝুলছিল খোলা তার। লোহার গেট খুলে ভিতরে ঢুকতে যেতেই বিদ্যুৎস্পৃষ্ট হন যুবক। 

নীলেশের দেহ উদ্ধার করে আর এম এল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যুবকের মৃত্যুর পর রঞ্জিত নগর থানায় এফআইআর দায়ের করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১) এবং ২৮৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরেন্সিক দল। রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল যুবকের মৃত্যুর পর সরকারের গাফিলতির অভিযোগে সরব হয়েছেন।