আজকাল ওয়েবডেস্ক: এক ম্যাচে দুটো পেনাল্টি মিস, একাধিক সুযোগ নষ্ট। কল্যাণী স্টেডিয়ামে পুলিশ এফসির বিরুদ্ধে ফের ড্র করল মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ মেরুনের হয়ে একমাত্র গোল করেন সুহেল ভাট। লাল কার্ড দেখেছেন অধিনায়ক অভিষেক সূর্যবংশী। এখনও পর্যন্ত কলকাতা লিগে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে সবুজ মেরুন। তাও অতি কর্ষ্টার্জিত জয়। কলকাতা ডার্বিতে হার এবং বাকি সব ম্যাচে ড্র। লিগ টেবিলেও অবস্থান তলানিতে। মঙ্গলবার কল্যাণীতে ম্যাচের শুরু থেকেই বল পায়ে ছিল মোহনবাগানের। বারবার অ্যাটাক করলেও পুলিশের বক্সে গিয়ে আটকে যাচ্ছিলেন বাগান ফরোয়ার্ডরা। ম্যাচের ৯ মিনিটের মাথাতেই গোলের সুযোগ মিস করেন এংসন সিং।









ম্যাচের প্রথমার্ধেই গোল করেন সুহেল ভাট। গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মত সেলিব্রেশন করেন তিনি। ৪৪ মিনিটে পেনাল্টি পেয়েছিল বাগান। কিন্তু সুহেলের শট ডানদিকে ঝাঁপিয়ে সেভ করেন পুলিশ এফসি গোলকিপার মহীদুল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের পেনাল্টি পেলে শট নেন অধিনায়ক অভিষেক সূর্যবংশী। আলাদা করে তাঁর শট সেভ করতে হয়নি। সোজা বারের ওপর দিয়ে বল উড়িয়ে দেন তিনি। এরপরেই খেলার বিপরীতে গিয়ে পুলিশের হয়ে গোল শোধ করেন রবি দাস। দ্বিতীয়ার্ধের শেষের দিকে একাধিক সুযোগ মিললেও কাজে লাগাতে পারেননি সবুজ মেরুন। ১-১ ড্র করে লিগ টেবিলের তলানিতেই রইলেন সুহেলরা।