আজকাল ওয়েবডেস্ক: বিবাহ এবং পরে সম্পর্কের অবনতির কারণে দাম্পত্যে বিচ্ছেদ। এই ঘটনা নতুন নয়। তবে, বিয়ের তিন মিনিটের মধ্যে বিচ্ছেদ! তেমনটাই ঘটেছে কুয়েতে, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। জানা গিয়েছে ওই যুবক-যুবতী নিজেদের স্বামী-স্ত্রী ঘোষণা করার মাত্র ৩ মিনিটের মাথায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

কিন্তু কেন? অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তিন মিনিটের মাথায় কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, বর অপমান করেছিলেন, আর সেই কারণেই এই চরম সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন কনে। 

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হওয়ার কিছু পরেই, যখন সকলে কোর্টহাউস থেকে বেরোচ্ছিলেন, তখন আচমকাই পড়ে যান নববধূ। আর তাতেই ঘটে বিপত্তি। আচমকা নববধূ পড়ে যাওয়ায়, তাঁকে সকলের সামনেই ‘বোকা’ বলে বসেন বর। 

ব্যাস! তৎক্ষণাৎ বিচারকের কাছে গিয়ে বিয়ে বন্ধ করে বিচ্ছেদের আবেদন জানান নববধূ বিচারক রাজি হন, এবং তাঁদের বিচ্ছেদও হয়ে যায়। মাত্র তিন মিনিটেই। এই বিয়েকে সংক্ষিপ্ততম বিয়ে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই ঘটনা ২০১৯ সালের। সম্প্রতি সমাজমাধ্যমে এই ঘটনাটি ফের উঠে এসেছে চর্চায়।