সংবাদ সংস্থা মুম্বই: শোনা গিয়েছিল, দুবাইয়ে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খান। পাশাপাশি এও শোনা গিয়েছিল, শিল্পীর প্রাক্তন ম্যানেজার সলমন আহমেদের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই নাকি রাহাতকে গ্রেফতার করে দুবাই পুলিশ। ইতিউতি ফিসফাস ছিল, শিল্পীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। স্বভাবতই এ খবর শুনে হইচই শুরু হয়েছিল নেটপাড়ায়।
তবে এ খবর যে পুরোপুরি ভুল তা নিজেই সমাদমাধ্যমে পোস্ট করে জানালেন রাহত। জোর গলায় জানালেন তাঁর সম্পর্কিত এই খবর 'ভুয়ো' এবং পুরোপুরি 'ভিত্তিহীন'। অনুরাগীদের তিনি অনুরোধ করেছেন, এসব খবরে কান না দিতে। খোদ শিল্পী তরফে এই বার্তা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তাঁর অনুরাগীরা।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে একটি ভিডিওর সুবাদে বিতর্কে জড়িয়েছিলেন রাহাত। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তিকে রীতিমতো জুতোপেটা করছেন শিল্পী। ভিডিওতে বারবার তাঁকে জিজ্ঞেস করতে শোনা যাচ্ছে, 'আমার বোতল কোথায়?' পরে ওই ব্যক্তির পরিচয় দিয়ে তিনি জানান, সে তাঁর শিষ্য নাভিদ হসনয়েন। যে ব্যক্তি 'প্রহৃত' হচ্ছিলেন তিনি পরে একটি ভিডিওয় খোলসা করেন যে তিনি 'দম কিয়া হুয়া পানি' অর্থাৎ 'পবিত্র জল'-এর বোতল হারিয়ে ফেলেছিলেন। পরে রাহাত ফতেহ আলি খান জানান, গোটা বিষয়টা 'উস্তাদ ও তাঁর শাগরেদ'-এর মধ্যের, এবং তিনি পরে ক্ষমাও চেয়ে নেন।
উল্লেখ্য, পাকিস্তানের পাশাপাশি ভারতেও দারুণ জনপ্রিয় এই শিল্পী। বহু বছর ধরে বলিউডের জনপ্রিয় সব ছবিতে গান গেয়েছেন তিনি।
তবে এ খবর যে পুরোপুরি ভুল তা নিজেই সমাদমাধ্যমে পোস্ট করে জানালেন রাহত। জোর গলায় জানালেন তাঁর সম্পর্কিত এই খবর 'ভুয়ো' এবং পুরোপুরি 'ভিত্তিহীন'। অনুরাগীদের তিনি অনুরোধ করেছেন, এসব খবরে কান না দিতে। খোদ শিল্পী তরফে এই বার্তা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তাঁর অনুরাগীরা।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে একটি ভিডিওর সুবাদে বিতর্কে জড়িয়েছিলেন রাহাত। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তিকে রীতিমতো জুতোপেটা করছেন শিল্পী। ভিডিওতে বারবার তাঁকে জিজ্ঞেস করতে শোনা যাচ্ছে, 'আমার বোতল কোথায়?' পরে ওই ব্যক্তির পরিচয় দিয়ে তিনি জানান, সে তাঁর শিষ্য নাভিদ হসনয়েন। যে ব্যক্তি 'প্রহৃত' হচ্ছিলেন তিনি পরে একটি ভিডিওয় খোলসা করেন যে তিনি 'দম কিয়া হুয়া পানি' অর্থাৎ 'পবিত্র জল'-এর বোতল হারিয়ে ফেলেছিলেন। পরে রাহাত ফতেহ আলি খান জানান, গোটা বিষয়টা 'উস্তাদ ও তাঁর শাগরেদ'-এর মধ্যের, এবং তিনি পরে ক্ষমাও চেয়ে নেন।
উল্লেখ্য, পাকিস্তানের পাশাপাশি ভারতেও দারুণ জনপ্রিয় এই শিল্পী। বহু বছর ধরে বলিউডের জনপ্রিয় সব ছবিতে গান গেয়েছেন তিনি।
