নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'মিলি' ধারাবাহিক শেষের কয়েক মাস পর অবশেষে জি বাংলাতেই ফিরছেন খেয়ালি মণ্ডল। তবে একদম নতুন রূপে। তেলেগু ধারাবাহিক 'বিধিলিপি'র রামলক্ষ্মী চরিত্রের বাংলা ডাবিং করছেন খেয়ালী। প্রথমবার এই নতুন অভিজ্ঞতা নিয়ে আজকাল ডট ইনের সঙ্গে কথা বললেন অভিনেত্রী।  

খেয়ালি বলেন, "নিজের চরিত্রের জন্য এতদিন ডাবিং করেছি, তবে এই অভিজ্ঞতা প্রথমবার। সারাদিন তেলুগু শুনে যাচ্ছি। এরপর সেটা নিজের মত করে ডাবিং করছি। নতুন চ্যালেঞ্জ কিন্তু বেশ ভাল লাগছে। আসলে তো অভিনয়ই করছি, শুধু ক্যামেরাটা অন নেই। সবসময়ই নতুন ধরনের কাজ করতে চেয়েছি, সেটা করতে পেরে ভাল লাগছে।"

কিছুদিন আগেই মুম্বই থেকে ঘুরে এসেছেন খেয়ালি। কাজের সূত্রে নাকি হাওয়া বদল? খেয়ালির কথায়, "ঘোরা এবং কাজ দুটোই হয়েছে। ওখানে আমার কিছু পরিচিত মানুষও আছেন। এছাড়াও নিজের নাচ এবং জিমন্যাস্টিকের দিকে আবার সময় দিচ্ছি। ওখানেও করলাম কিছু কাজ।"

অভিনয়ে আবার কবে ফিরছেন খেয়ালি? "গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। আমি এখন নাচ ও জিমন্যাস্টিকে একটু বেশি সময় দিচ্ছি। নতুন কাজের কথা চলছে। একটু অন্য ধরনের কাজ করতে চাই। ধারাবাহিক তো করবই পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করতে চাই।"