নিজস্ব সংবাদদাতা: তবে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর ফেডারেশানের নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে তার আগামী কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে ছবি নিয়ে সব সমস্যার সমাধান করল প্রযোজনা সংস্থা এসভিএফ।

ছবির পরিচালনায় সৌমিক হালদার থাকবেন এই কথা আগেই শোনা গিয়েছিল। তবে এবার খবর পরিচালনায় রাহুল না থাকলেওএই ছবি থেকে একেবারে বাদ নন তিনি। পরিচালনা না করতে পারলেও, ক্রিয়েটিভ প্রোডিউসারের দায়িত্ব সামলাবেন রাহুল। এই খবর ঘোষণা করা হল এসভিএফ-এর তরফে।

প্রসঙ্গত, টলিপাড়ার পরিচালকদের সংগঠন 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’-র তরফে পরিচালনা করা থেকে আগামী তিন মাস বরখাস্ত করা হয়েছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে। জানা গিয়েছিল শুধু পরিচালনা নয় এই 'সাময়িক কর্মবিরতি'র সময়কালের মধ্যে শুটিং সংক্রান্ত কোনও কাজের সঙ্গেই জড়িয়ে থাকতে পারবেন না রাহুল। 'ডিএইআই'র তরফে জানানো হয়েছে, সংগঠনের নিয়ম ভেঙে বাংলাদেশে গিয়ে সে দেশের ওটিটি প্ল্যাটফর্ম 'চরকি'র জন্য একটি ছবির শুটিং করেছিলেন রাহুল। সেই কথা প্রথমে অস্বীকারও করেছিলেন তিনি। সেই অভিযোগ প্রমাণিত হওয়ার পরপরই এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। তবে এখন এই সমস্যার সমাধান করল এসভিএফ। জানা যাচ্ছে, খুব তাড়াতাড়িই শুরু হবে প্রসেনজিৎ- অনির্বাণ অভিনীত এই ছবির শুটিং।