নিজস্ব সংবাদদাতা: বছরের সবচেয়ে বড় বাজেটের ছবি 'কল্কি ২৮৯৮ এডি'। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করলেও, ভাল, খারাপ মিশিয়ে দর্শকের থেকে দু'ধরনের প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। সম্প্রতি এই ছবিই হলে দেখতে গিয়েছিলেন ইমন চক্রবর্তী এবং তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিয়ে মন্তব্য করে কটাক্ষের মুখে পড়তে হল গায়িকাকে।
ইমন লেখেন, "অনেকদিন পর সিনেমাহল থেকে হাফেরও কম ছবি দেখে বেরিয়ে এলাম। সিনেমার নাম কল্কি ২৮৯৮ এডি।" একই সঙ্গে একটি মন্তব্যের উত্তরে তিনি জানাতে ভোলেন না যে, তিনি নীলাঞ্জনকে এক প্রকার বাধ্য করেছেন এই ছবি ছেড়ে বেরিয়ে আসতে। তাঁর এই মন্তব্য পড়েই তাঁকে রীতিমত কটাক্ষ করেছেন নেটিজেনরা। কেউ বলেছেন ছবিটি শেষ পর্যন্ত দেখা উচিত ছিল। কেউ আবার ইমনের রুচি নিয়েও প্রশ্ন তুলেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্যের নেতিবাচক প্রতিক্রিয়ায় বাধ্য হয়ে পোস্টটি মুছে দেন ইমন।
হঠাৎ সোশ্যাল মিডিয়ার চর্চায় কেন সরে দাঁড়ালেন গায়িকা? কেন মুছে দিলেন তাঁর মন্তব্যের পোস্ট? এই বিষয়ে আজকাল ডট ইন-গায়িকার সঙ্গে যোগাযোগ করলে ইমন বলেন, "সব বিষয়ে নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করার সুযোগ আছে বলে অনেকে এর অসদ্বব্যবহার করেন। মানুষ এতটাই বিচারমূলক স্বভাবের হয়ে গেছেন যে নেতিবাচক মতামত ছড়াতে দু'বার ভাবেননা। সোশ্যাল মিডিয়াটা এখন আর স্বাভাবিক নেই। এত কুমন্তব্য ভাল লাগেনা। তাই পোস্টটি মুছে দিয়েছি।"
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বরাবরই নিজের ভাললাগা, খারাপলাগা তুলে ধরেন ইমন। ছবি বা যে কোনও বিষয়ে নিজের মতামত প্রকাশ করার অধিকার সবারই আছে। তাই নিয়ে এভাবে ট্রোলিং-এর শিকার হতে হবে, ভাবেননি গায়িকা। তাঁর মতামত নিয়ে নেটিজেনদের কটাক্ষে মনে আঘাত পেয়েছেন ইমন।
ইমন লেখেন, "অনেকদিন পর সিনেমাহল থেকে হাফেরও কম ছবি দেখে বেরিয়ে এলাম। সিনেমার নাম কল্কি ২৮৯৮ এডি।" একই সঙ্গে একটি মন্তব্যের উত্তরে তিনি জানাতে ভোলেন না যে, তিনি নীলাঞ্জনকে এক প্রকার বাধ্য করেছেন এই ছবি ছেড়ে বেরিয়ে আসতে। তাঁর এই মন্তব্য পড়েই তাঁকে রীতিমত কটাক্ষ করেছেন নেটিজেনরা। কেউ বলেছেন ছবিটি শেষ পর্যন্ত দেখা উচিত ছিল। কেউ আবার ইমনের রুচি নিয়েও প্রশ্ন তুলেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্যের নেতিবাচক প্রতিক্রিয়ায় বাধ্য হয়ে পোস্টটি মুছে দেন ইমন।
হঠাৎ সোশ্যাল মিডিয়ার চর্চায় কেন সরে দাঁড়ালেন গায়িকা? কেন মুছে দিলেন তাঁর মন্তব্যের পোস্ট? এই বিষয়ে আজকাল ডট ইন-গায়িকার সঙ্গে যোগাযোগ করলে ইমন বলেন, "সব বিষয়ে নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করার সুযোগ আছে বলে অনেকে এর অসদ্বব্যবহার করেন। মানুষ এতটাই বিচারমূলক স্বভাবের হয়ে গেছেন যে নেতিবাচক মতামত ছড়াতে দু'বার ভাবেননা। সোশ্যাল মিডিয়াটা এখন আর স্বাভাবিক নেই। এত কুমন্তব্য ভাল লাগেনা। তাই পোস্টটি মুছে দিয়েছি।"
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বরাবরই নিজের ভাললাগা, খারাপলাগা তুলে ধরেন ইমন। ছবি বা যে কোনও বিষয়ে নিজের মতামত প্রকাশ করার অধিকার সবারই আছে। তাই নিয়ে এভাবে ট্রোলিং-এর শিকার হতে হবে, ভাবেননি গায়িকা। তাঁর মতামত নিয়ে নেটিজেনদের কটাক্ষে মনে আঘাত পেয়েছেন ইমন।
