আজকাল ওয়েবডেস্ক: রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে কোটায় আমূল সংস্কারের কথা জানিয়েছে। তাতে ৫৬ শতাংশ সংরক্ষণ, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণ থাকছে না আর। পরিবর্তে দেশে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। যে দাবি সেখানকার পড়ুয়ারা বারবার তুলেছিলেন। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ কোটা বরাদ্দ থাকবে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য।

সুপ্রিম কোর্টের এই রায়কে রবিবারই স্বাগত জানিয়েছিলেন বিক্ষোভকারীরা। তবে জানিয়েছিলেন, সরকার ঘোষণা না করা পর্যন্ত চলবে আন্দোলন। সোমবার স্থানীয় এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম-নির্দেশের পর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঞ্চ বাংলাদেশে জারি করা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। তবে নিহতদের স্মরণে জমায়েত কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে মঞ্চের পক্ষ থেকে।

অন্যদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সে দেশে সোমবারও জারি থাকে কারফিউ। শুক্রবার মধ্যরাত থেকে এই কারফিউ জারি হয়েছে সে দেশে। পরিস্থিতি বিচারে সোমবারও জারি থাকছে কারফিউ। তবে এদিন বেলা দু' টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কারফিউ কতদিন চলবে? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের প্রশাসন জানিয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুরের কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে বাকি জেলাগুলির পরিস্থিতি বিচারে। 

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, কোটা সংস্কারের দাবিতে পথে নেমে, গত মঙ্গলবার থেকে, রবিবার পর্যন্ত সে দেশে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭৪ জন। বিবিসি বাংলাদেশের দেওয়া তথ্য অনুসারে, কোটা বিরোধী আন্দোলনে রবিবারও কেবল ঢাকাতেই প্রাণ গিয়েছে ৫জনের। সংবাদ মাধ্যমগুলি থেকে পাওয়া তথ্য অনুসারে, রবিবার সেদেশে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।