আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে কলকাতায় চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি দিমিত্রিয়াস দিয়ামানতাকোস। গতবার কেরালা ব্লাস্টার্সের হয়ে আইএসএলে সর্বোচ্চ গোল করে সোনার বুট জিতেছিলেন এই স্ট্রাইকার। সামনেই ডুরান্ড কাপ। তার আগেই কলকাতায় হাজির দিমিত্রিয়াস।
রবিবার সকালে নতুন বিদেশিকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরের গিয়েছিলেন অনেক লাল–হলুদ সমর্থক। কোচ কার্লোস কুয়াদ্রাত আগেই শহরে চলে এসেছেন। এবার চলে এলেন দিয়ামানতাকোস। শীঘ্রই ডুরান্ডের প্রস্তুতি শুরু করে দেবেন কোচ কুয়াদ্রাত।
প্রসঙ্গত, ২০১২ সালে অনূর্ধ্ব–১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রিসের প্রতিনিধিত্ব করেছিলেন ২০২২ সালে আসেন কেরালা ব্লাস্টার্সে। দুই মরশুমে ৪৪ ম্যাচে ২৮ গোল করেছেন তিনি। এদিকে ইস্টবেঙ্গল এবার কিন্তু অন্যান্যবারের মতো ছন্নছাড়া নয়। দল গুছিয়ে নিচ্ছে ছাড়া। দিয়ামানতাকোস ছাড়াও মাদি তালালের মতো বিদেশিকে নেওয়া হয়েছে। হিজাজি মাহেরকে রেখে দেওয়া হয়েছে। নেওয়া হয়েছে জিকসন সিংকে।
রবিবার সকালে নতুন বিদেশিকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরের গিয়েছিলেন অনেক লাল–হলুদ সমর্থক। কোচ কার্লোস কুয়াদ্রাত আগেই শহরে চলে এসেছেন। এবার চলে এলেন দিয়ামানতাকোস। শীঘ্রই ডুরান্ডের প্রস্তুতি শুরু করে দেবেন কোচ কুয়াদ্রাত।
প্রসঙ্গত, ২০১২ সালে অনূর্ধ্ব–১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রিসের প্রতিনিধিত্ব করেছিলেন ২০২২ সালে আসেন কেরালা ব্লাস্টার্সে। দুই মরশুমে ৪৪ ম্যাচে ২৮ গোল করেছেন তিনি। এদিকে ইস্টবেঙ্গল এবার কিন্তু অন্যান্যবারের মতো ছন্নছাড়া নয়। দল গুছিয়ে নিচ্ছে ছাড়া। দিয়ামানতাকোস ছাড়াও মাদি তালালের মতো বিদেশিকে নেওয়া হয়েছে। হিজাজি মাহেরকে রেখে দেওয়া হয়েছে। নেওয়া হয়েছে জিকসন সিংকে।
