আজকাল ওয়েবডেস্ক: ভারি বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস উত্তরাখণ্ডের কেদারনাথের যাত্রাপথে। ধসের জেরে পাথর চাপা পড়ে প্রাণ হারালেন কমপক্ষে তিনজন পুণ্যার্থী। আহত হয়েছেন আরও আটজন। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ড ও চিরবাসার মাঝামাঝি রাস্তায়। ট্রেকিং করার পথ ধরে পুণ্যার্থীরা কেদারনাথ মন্দিরের দিকে যাচ্ছিলেন। ওই পথেই ধস নামে। হুড়মুড়িয়ে পাথর ধসে পড়ে। তার নিচেই চাপা পড়েন একাধিক পুণ্যার্থী। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুইজন মহারাষ্ট্রের বাসিন্দা এবং একজন রুদ্রপ্রয়াগের বাসিন্দা ছিলেন।

ধসের খবর পেয়েই দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। ধসে চাপা পড়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী।

প্রসঙ্গত, গত কয়েকদিনে ভারি বৃষ্টিপাতের ফলে উত্তরাখণ্ডের একাধিক এলাকায় ধসের ঘটনা ঘটেছে। গতকাল ধস নামে গঙ্গোত্রী জাতীয় সড়কেও। দীর্ঘক্ষণ ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। মৌসম ভবন জানিয়েছে, আজ ও সোমবার উত্তরাখণ্ডে ভারি থেকে অতি ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।