আজকাল ওয়েবডেস্ক: বর্ষায় চরম ভোগান্তি পাহাড়ি এলাকায়। টানা ভারি বৃষ্টিপাতে কোথাও নামল ধস, কোথাও আবার হড়পা বান। ভেসে গেছে চাষের জমি। কোথাও হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাড়ি। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। এহেন পরিস্থিতিতে প্রাণহানির ঘটনাও ঘটেই চলেছে।

২৭ জুন হিমাচল প্রদেশে বর্ষা ঢুকেছে। ২০ জুলাই পর্যন্ত টানা ভারি বৃষ্টিপাতে হিমাচল জুড়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। বৃষ্টিজনিত কারণে প্রাণহানির ঘটনাগুলি ঘটেছে বলেই জানিয়েছে প্রশাসন। বৃষ্টির জেরে রাজ্যে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় মাথায় হাত কৃষকদের।

জুলাইয়ের শেষেও পরিস্থিতির উন্নতি হবে না। রবিবার থেকে আগামী সপ্তাহেও ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, রবিবার সিমলা, সিরমৌর জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি এলাকায় হড়পা বানের সম্ভাবনা রয়েছে। আজ থেকে ২৫ জুলাই পর্যন্ত হিমাচল জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। চাষের জমি, ফসলের ক্ষতি হবে।