আজকাল ওয়েবডেস্ক: প্রাণ আছে ওদেরও। বর্ষাকালে চুল ত্বকের যেমন বিশেষ যত্ন নেন। ঠিক তেমনই খেয়াল রাখতে হবে আপনার ঘরের কোণ বা বারান্দার শোভা বাড়ানো সবুজ গাছের। এই মরশুমে কীভাবে গাছের যত্ন নেবেন?
১. বর্ষাকালে গাছের গোড়ায় কতটা জল জমছে সেদিকে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি যদি বাগানের মাটিতে গাছ বসান, তাহলে তার পরিচর্যা একরকম হবে। যদি টবে গাছ বসানো থাকে, তার পরিচর্যা হবে অন্যরকম। গাছের গোড়ায় যাতে জল জমে না থাকতে পারে, তার জন্য বাগানে আল কেটে দিতে পারেন। টবের ক্ষেত্রে তার নীচের দিক থেকে সঠিক পদ্ধতিতে জল বেরোতে পারছে কিনা, সেদিকে নজর দিন।
২. বর্ষায় গাছের গোড়ার মাটি ভিজে থাকে। তাই প্রতিদিন গাছে জল দেওয়ার সময় পরিমাণ বুঝে জল দেবেন। আপনার ঘরের ভিতরে যে গাছ রয়েছে তাদের ক্ষেত্রে সপ্তাহে তিন দিন জল স্প্রে করতে পারেন।
৩. এই সময় গাছে নানারকম পোকামাকড়ের আক্রমণ হওয়াটা খুব স্বাভাবিক। সপ্তাহে একদিন নিয়ম করে কীটনাশক স্প্রে করুন। এক্ষেত্রে নজরে রাখবেন জল ও কীটনাশকের অনুপাত যেন সঠিক মাত্রায় হয়।
৪. গাছে সার দেওয়ার ক্ষেত্রেও সতর্ক হতে হবে। এই সময় জৈব সার দেওয়া উচিত। কারণ কীটনাশক সার জলে ধুয়ে যেতে পারে। তবে জৈব সারের পরিমাণও কম দেওয়ার চেষ্টা করুন।
৫. বর্ষায় যদি গাছের সমস্ত পাতা দ্রুত হলুদ হয়ে যেতে দেখেন, বুঝতে হবে মাটিতে জল জমছে, যা বেরোতে পারছে না। তাড়াতাড়ি মাটি বদলের ব্যবস্থা করুন।
৬. ঘরে যদি গাছ রাখেন, বর্ষাকালে তাদের কিছুটা সময়ের জন্য বাইরে রাখুন। বারান্দা বা ছাদে রোদে রাখতে পারেন। আবার বৃষ্টির জলও গাছের জন্য অত্যন্ত উপকারী। তাই ঘরের গাছকেও বৃষ্টির সময় বাইরে রাখুন। গাছ আরও সতেজ হয়ে উঠবে।