নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের বাতাসে আজ বারুদের গন্ধ, সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার গানের মিউজিক ভিডিও মুক্তির তারিখ পিছিয়ে দিলেন স্বস্তিকা এবং সঙ্গীত পরিচালক অভিষেক চক্রবর্তী।
১৯ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল অভিষেক চক্রবর্তী কথা, সুরে ও কন্ঠে নতুন মিউজিক ভিডিও 'স্বস্তিকার গান'। এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ভাল কাজের সঙ্গে সবসময়ই যুক্ত থাকতে চেয়েছেন অভিনেত্রী। সেই কারণে অভিষেকের গান শুনে এই প্রস্তাবে রাজি হয়ে যান তিনি। এই মিউজিক ভিডিওটি মুক্তি পাওয়ার কথা ছিল ১৯ জুলাই।
কিন্তু বর্তমানে বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে মুক্তির তারিখ পিছিয়ে দিলেন অভিষেক এবং স্বস্তিকা দু'জনেই। সোশ্যাল মিডিয়া অভিষেক লিখেছেন, "আমাদের প্রাণের বাংলাদেশের পরিস্থিতি বিগত কয়েকদিনে যেদিকে এগিয়েছে এবং এখনও যেভাবে এগিয়ে চলেছে, যেখানে আমাদেরই ভাই বোনেরা নির্মম এবং পাশবিক রাষ্ট্ররোষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিনিয়ত রক্ত, ঘাম ঝড়াচ্ছে। সেই পরিস্থিতিতে বিনোদন গ্রহণ বা আদান প্রদান করার কথা আমরা ভাবতেই পারছি না। পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে এবং ছাত্র-ছাত্রীদের পাশে থাকার বার্তা দিতে প্রতিবাদ স্বরূপ আমরা এই মিউজিক ভিডিও রিলিজ স্থগিত রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং ঘরের ছেলে মেয়েরা ঘরে ফিরলে তারপর দেখা যাবে।"
১৯ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল অভিষেক চক্রবর্তী কথা, সুরে ও কন্ঠে নতুন মিউজিক ভিডিও 'স্বস্তিকার গান'। এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ভাল কাজের সঙ্গে সবসময়ই যুক্ত থাকতে চেয়েছেন অভিনেত্রী। সেই কারণে অভিষেকের গান শুনে এই প্রস্তাবে রাজি হয়ে যান তিনি। এই মিউজিক ভিডিওটি মুক্তি পাওয়ার কথা ছিল ১৯ জুলাই।
কিন্তু বর্তমানে বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে মুক্তির তারিখ পিছিয়ে দিলেন অভিষেক এবং স্বস্তিকা দু'জনেই। সোশ্যাল মিডিয়া অভিষেক লিখেছেন, "আমাদের প্রাণের বাংলাদেশের পরিস্থিতি বিগত কয়েকদিনে যেদিকে এগিয়েছে এবং এখনও যেভাবে এগিয়ে চলেছে, যেখানে আমাদেরই ভাই বোনেরা নির্মম এবং পাশবিক রাষ্ট্ররোষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিনিয়ত রক্ত, ঘাম ঝড়াচ্ছে। সেই পরিস্থিতিতে বিনোদন গ্রহণ বা আদান প্রদান করার কথা আমরা ভাবতেই পারছি না। পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে এবং ছাত্র-ছাত্রীদের পাশে থাকার বার্তা দিতে প্রতিবাদ স্বরূপ আমরা এই মিউজিক ভিডিও রিলিজ স্থগিত রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং ঘরের ছেলে মেয়েরা ঘরে ফিরলে তারপর দেখা যাবে।"
