আজকাল ওয়েবডেস্ক : তামিলনাড়ুর তুতিকোরিন প্ল্যান্টে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ফেটে বিপত্তি। গুরুতর অসুস্থ ৩০ জন মহিলা। প্রাথমিক অনুমান শুক্রবার রাতে বিদ্যুতের শর্ট সার্কিট ঘটে। এর জেরেই অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর গোটা এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। এর ভিতরে বহু মহিলা কাজ করতেন। তাঁরা প্রায় সকলেই অসুস্থ হয়ে পড়েন।

গ্যাস নিঃশ্বাসের সঙ্গে দেহের ভিতরে যাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৩০ জন মহিলা। তাঁদের নানা ধরণের উপসর্গ দেখা দিয়েছে। এই ৩০ জনের মধ্যে ১৬ জন ওড়িশা থেকে এখানে কাজ করতে এসেছিলেন। সকলকেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় তামিলনাড়ু পুলিশ। কীভাবে এই ঘটনা হল তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

প্রসঙ্গত, গতবছরের ডিসেম্বর মাসে অ্যামোনিয়া গ্যাস লিক হয়েছিল অন্য একটি সংস্থায়। সেবার ১০ জন মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপরই রাজ্য সরকারের পক্ষ থেকে সেই প্ল্যান্টটি বন্ধ করে দেওয়া হয়। এবার এই ঘটনায় প্রশাসনের রিপোর্টের উপরই নির্ভর করছে প্ল্যান্টের ভবিষ্যত।