আজকাল ওয়েবডেস্ক : অবৈধ খনি কেলেঙ্কারিতে জড়িত থাকার অপরাধে ইডির হাতে গ্রেপ্তার হতে হল হরিয়ানার কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ারকে। গুরগাঁও থেকে তাঁকে নিজেদের হেপাজতে গিয়েছে ইডি। কংগ্রেস বিধায়ককে নিজেদের হেপাজতে চাইবে বলেই খবর মিলেছে। যমুনানগর এলাকায় অবৈধ খনির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে এই বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। এরপর ইডি ইন্ডিয়ান লোক দলের এক নেতাকে এই মামলায় গ্রেপ্তার করে।

হরিয়ানাতে চলতি বছরের শেষদিকে বিধানসভা ভোট রয়েছে। ৯০ আসনে ভোটগ্রহণ করা হবে। ন্যাশনাল গ্রীন ট্রাইবুনালকে বুড়ো আঙুল দেখিয়ে যমুনানগরে ব্যাপকভাবে অবৈধ খনির রমরমা চলেছে। ইডির হিসাব অনুসারে বিগত কয়েক বছরে অবৈধ খনি কেলেঙ্কারিতে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার লেনদেন হয়েছে। এইসবের গভীরে যেতেই কংগ্রেস বিধায়ককে গ্রেপ্তার করা হল বলেই জানাল ইডি।

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে একহাত নিয়েছে কংগ্রেস শিবির। তাঁরা জানিয়েছে, যে রাজ্যে যখন ভোট আসে তখনই সেখানে সক্রিয় হয়ে ওঠে ইডি। তবে সাধারণ মানুষ সত্য ঘটনা জানে। পাল্টা বিজেপি জানিয়েছে, কংগ্রেস মানেই দুর্নীতির আঁতুড়ঘর। ফলে কংগ্রেস বিধায়ক এর সঙ্গে জড়িত থাকবে তা নতুন কিছু নয়। সবমিলিয়ে ফের উত্তপ্ত হরিয়ানার রাজনীতি।