আজকাল ওয়েবডেস্ক: উইকেন্ড-এর আগের সকাল, কর্মক্ষেত্রে চূড়ান্ত ব্যস্ততা। কোথাও বা আমেজ একটু হালকা। এসবের মাঝেই ব্যাহত লন্ডন স্টক এক্সচেঞ্জের পরিষেবা। বিশ্বজুড়ে একে একে ব্যাহত হল বিমান, ব্যাঙ্কিং, এয়ারলাইন্স, মিডিয়ার পরিষেবা। দেশ-বিদেশ একাধিক জায়গায় একসঙ্গে কাজ করতে গিয়ে কর্মীরা লক্ষ করলেন কোনও কারণ ছাড়াই নীল হয়ে গেল কম্পিউটারের স্ক্রিণ। আচমকা ঘটল কী?
কেউ ভাবলেন সমস্যা তাঁর একারই হয়েছে, কোথাও গোতা অফিসে একসঙ্গে কাজ বন্ধ। হুড়োহুড়ি, উদ্বেগ, চিন্তার মাঝেই জানা গেল কোনও বিশেষ সংস্থা কিংবা বিশেষ জায়গায় নয়, নানা খাতের পরিষেবা ব্যাহত হয়েছে বিশ্বজুড়ে। বড়সড় গলযোগ ঘটে গিয়েছে তথ্যপ্রযুক্তিতে। আর এর কারণ হল, মাইক্রোসফট উইন্ডোজ-টেন-এর যান্ত্রিক গলযোগ।
শুক্রবার সকালে আচমকা অনেকেই কাজ করতে করতে দেখেন, আচমকা নীল হয়ে গেল স্ক্রিণ। তাতে লেখা ফুটে উঠল,‘ইয়োর ডিভাইস র্যান ইনটু আ প্রবলেম অ্যান্ড নিডস টু রিস্টার্ট। উই আর জাস্ট কালেক্টিং সাম এরর ইনফো, অ্যান্ড দেন উই উইল রিস্টার্ট ফর ইউ।' রিস্টার্ট-এর পরেও একই বার্তা, একই নীল স্ক্রিণ। স্বাভাবিক ভাবেই ঘটনায় উদ্বেগের সূত্রপাত হয়। অএঙ্কেই সমাজমাধ্যমে এই ঘটনার বিবরণ দিতে থাকেন। যদিও কিছুক্ষণেই জানা যায় মাইক্রোসফট উইন্ডোজ-১০ এই গোলযোগের কারণেই এই ঘটনার সূত্রপাত। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ক্রাউডস্ট্রাইক' আপডেট করার কারণে এই সমস্যার সূত্রপাত। দ্রুত সমস্যার সমাধান করা হবে।
কেউ ভাবলেন সমস্যা তাঁর একারই হয়েছে, কোথাও গোতা অফিসে একসঙ্গে কাজ বন্ধ। হুড়োহুড়ি, উদ্বেগ, চিন্তার মাঝেই জানা গেল কোনও বিশেষ সংস্থা কিংবা বিশেষ জায়গায় নয়, নানা খাতের পরিষেবা ব্যাহত হয়েছে বিশ্বজুড়ে। বড়সড় গলযোগ ঘটে গিয়েছে তথ্যপ্রযুক্তিতে। আর এর কারণ হল, মাইক্রোসফট উইন্ডোজ-টেন-এর যান্ত্রিক গলযোগ।
শুক্রবার সকালে আচমকা অনেকেই কাজ করতে করতে দেখেন, আচমকা নীল হয়ে গেল স্ক্রিণ। তাতে লেখা ফুটে উঠল,‘ইয়োর ডিভাইস র্যান ইনটু আ প্রবলেম অ্যান্ড নিডস টু রিস্টার্ট। উই আর জাস্ট কালেক্টিং সাম এরর ইনফো, অ্যান্ড দেন উই উইল রিস্টার্ট ফর ইউ।' রিস্টার্ট-এর পরেও একই বার্তা, একই নীল স্ক্রিণ। স্বাভাবিক ভাবেই ঘটনায় উদ্বেগের সূত্রপাত হয়। অএঙ্কেই সমাজমাধ্যমে এই ঘটনার বিবরণ দিতে থাকেন। যদিও কিছুক্ষণেই জানা যায় মাইক্রোসফট উইন্ডোজ-১০ এই গোলযোগের কারণেই এই ঘটনার সূত্রপাত। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ক্রাউডস্ট্রাইক' আপডেট করার কারণে এই সমস্যার সূত্রপাত। দ্রুত সমস্যার সমাধান করা হবে।
