পুরীর জগন্নাথ মন্দির খোলা হল রত্ন ভাণ্ডারের ভিতরের কুঠুরি। সেখান থেকে সমস্ত সোনাদানা ও মূল্যবান রত্ন সরিয়ে নিয়ে যাওয়া হবে একটি অস্থায়ী ভল্টে। সেই ভল্টেই রত্ন ভাণ্ডারের ভিতরের এবং বাইরের চেম্বারের সমস্ত রত্ন গচ্ছিত থাকবে। এরপর শুরু হবে রত্ন ভাণ্ডারের সংস্কারের কাজ। জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের ভিতরের কুঠুরি খোলার প্রক্রিয়া চলাকালীন উপস্থিত ছিলেন পুরীর রাজাও। রত্ন ভাণ্ডারের ভিতরের কুঠুরি খোলার প্রক্রিয়াকে কেন্দ্র করে আঁটসাঁট করা হয়েছে জগন্নাথধামের নিরাপত্তা । মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে দর্শণার্থীদের। তবে জগন্নাথ দর্শনে বাধা থাকছে না। কারণ বহুরা যাত্রার পর এখন মন্দিরের বাইরে রথেই অবস্থান করছেন জগন্নাথ-বলরাম ও সুভদ্রা। বুধবার একাদশী তিথিতে রথেই সম্পন্ন হয়েছে জগন্নাথের স্বর্ণবেশ। ব্যুরো রিপোর্ট আজকাল ডট ইন।