নিজস্ব সংবাদদাতা : টিআরপি ওঠা পড়ার খেলায় একের পর এক ধারাবাহিকের শেষের খবর সামনে এসেছিল। সেইসময় প্রিয় ধারাবাহিক বন্ধ হতে মন খারাপ হয়েছিল দর্শকের। কিন্তু এক গুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হওয়ায় সেই দুঃখ দূর হয়েছে। নতুন ধরাবাহিকগুলিকে আপন করে নেওয়ার ছবি ফুটে উঠল চলতি সপ্তাহের টিআরপি লিস্টে। 

'বাংলা সেরা'র লড়াইয়ে প্রথম স্থান দখল করল জি বাংলার 'ফুলকি'। 'ফুলকি' আর 'রোহিত'কে বরাবরই ভালবাসা দিয়েছেন দর্শক। এই সপ্তাহেও তার অন্যথা হল না। তাদের প্রাপ্ত নম্বর ৭.২। দ্বিতীয় স্থানে ৭.১ নম্বর পেয়ে রয়েছে 'নিম ফুলের মধু'। তৃতীয় স্থান দখল করল 'কোন গোপনে মন ভেসেছে।' ধারাবাহিকের নতুন মোড়ে 'অনিকেত' আর 'শ্যামলী'র ধীরে ধীরে একে অপরের কাছে আশা বেশ পছন্দ করেছেন দর্শক। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫। অন্যদিকে সবাইকে পিছনে ফেলে ৬.৪ নম্বরে চতুর্থ স্থানে জায়গা করে নিল ষ্টার জলসার 'শুভ বিবাহ'। পঞ্চমে রয়েছে 'জগদ্ধাত্রী'। প্রাপ্ত নম্বর ৬.২। 

৬.১ নম্বরে ষষ্ঠ স্থানে রয়েছে 'রোশনাই'। সপ্তমে যৌথভাবে রয়েছে ষ্টার জলসার দু'টি ধারাবাহিক 'উড়ান' ও 'কথা'। তাদের প্রাপ্ত নম্বর ৬.০। ৫.৭ নম্বরে অষ্টম স্থানে রয়েছে ষ্টার জলসার আরও দুই ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' এবং 'হরগৌরী পাইস হোটেল'। নবমে ৫.৪ নম্বর পেয়ে রয়েছে 'গীতা এলএলবি'। দশম স্থানে রয়েছে 'মিঠিঝোরা'। প্রাপ্ত নম্বর ৪.৯। 

দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি ধারাবাহিকের সম্প্রচারের সময়ও। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। শেষ পর্যন্ত কোন ধারাবাহিক ধরে রাখতে পারে নিজের জায়গা এখন সেটাই দেখার।